নিজস্ব প্রতিবেদকঃ- বজ্রপাত রোধে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় তাল বীজ বপন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১১ টায় উপজেলা দেহেরগতি ইউনিয়ন রাকুদিয়া গ্রামে সড়কের দুই পাশে তালের বীজ বপন কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আমিনুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ছাইদুজ্জান, দেহেরগতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মশিউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ান কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা বন কর্মকর্তা নুরুল ইসলাম প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আমিনুল ইসলাম বলেন, তালগাছ সাধারণত বজ্রপাত থেকে মানুষকে রক্ষা করাসহ পরিবেশ বিপর্যয়ের হাত থেকে রক্ষা করে। অথচ কালের বির্বতনে বাংলাদেশে তাল গাছগুলো হারিয়ে যাচ্ছে। ফলে প্রাকৃতিক বিপর্যয় ঘটছে, প্রভাব পড়ছে জলবায়ুতে এবং দেশে প্রতিনিয়ত বজ্রপাতের আঘাতে অকালে প্রাণ হারাচ্ছে অংখ্য মানুষ। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক আগেই বাংলাদেশের প্রতিটি এলাকায় বেশি করে তাল গাছের চারা ও বীজ রোপনের নির্দেশনা দিয়েছেন।