বিশেষ প্রতিনিধি।। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ঘোরাই এ অবস্থিত রানী কেমিক্যাল ওয়ার্কস এবং শিউলি কেমিক্যাল নামক দুটি নকল প্রসাধনী কারখানায় মোবাইল কোর্ট পরিচালিত হয়৷
দেশি-বিদেশি নামি-দামি কসমেটিকস সামগ্রী উৎপাদক প্রতিষ্ঠানের ব্র্যান্ড ও মোড়ক নকল, বিভিন্ন প্রতিষ্ঠানে উৎপাদিত কসমেটিকস থেকে উপাদান গ্রহন করে নিজস্ব মোড়কে পণ্য তৈরি ও অনিয়ন্ত্রিত মাত্রায় রাসায়নিক পদার্থ ব্যবহারের মাধ্যমে ক্ষতিকর রং ফর্সাকারী ক্রিম ও স্নো তৈরি করে জীবন ও স্বাস্থ্যহানীকর নকল পণ্য উৎপাদন ও বাজারজাত করায় প্রতিষ্ঠান দুটিকে যথাক্রমে ২ লাখ ও ১ লাখ টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সবুজ হাসান পরিচালিত মোবাইল কোর্টে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪১ ও ৪৩ ধারায় দুটি মামলায় উক্ত শাস্তি প্রদান করা হয়। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদেশে এ সময় বিপুল পরিমান কেমিক্যাল, নকল প্রসাধনী সামগ্রী ও বিভিন্ন সরঞ্জামাদি ধ্বংস করা হয়৷
অভিযান পরিচালনাকালে র্যাব,কুষ্টিয়া ও জেলা স্যানিটারি ইন্সপেক্টর সার্বিক সহযোগিতা প্রদান করেন। জনস্বার্থে জেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।