শাহজাদপুরে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি
শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের বড়
উৎসব হলেও -এটা এখন বাঙালির প্রাণের উৎসব।
উৎসবমুখর বাঙালি পূজার ক’টা দিন মেতে উঠে
উৎসবের আনন্দে।কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন!
করোনাকালীন পরিস্থিতিতে উৎসবের আমেজ বা
সাড়ম্বর টা হয়তো নেই।
তবু জগৎ জননী মা দূর্গার আগমনে শরতের আকাশে বাতাসে শিউলি ফুলের সুবাস ও কাশবনে
হিমেল হাওয়ায় মুখরিত হচ্ছে -তাঁর আগমনবার্তা।
সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে পৌরসভায় ২৭ টি
সহ উপজেলায় ৮২ টি পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
পৌরসভার উল্লেখযোগ্ঢ় পূজামণ্ডপ হলো-বাণীপাঠাগার, বীণাপানি পাঠাগার, কিশোর সংঘ
মিলন সংঘ, নবরূপ মনিরামপুর বাজার কালী মন্দির
হিন্দু যুব কল্যাণ সমিতি , মনিরামপুর বসাকপাড়া
প্রাণনাথপুর ব্রতচারী সংঘ,চড়কখোলা দুর্গামন্দির উল্লেখযোগ্য। পৌরসভার বাইরে ইউনিয়নভিত্তিক
পুজার সংখ্যা নিম্নরূপ –
নরিনা-৮,কায়েমপুর-১,পোতাজিয়া-৪,গাড়াদহ-৮
পোরজনা-,৯,হাবিবউল্লাহ নগর -৪,রূপবাটি-২
বেলতৈল-৮,খুকনী-১০, কৈজুরী-৯।
ইতোমধ্যে শাহজাদপুর উপজেলা প্রশাসন সামাজিক
দূরত্ব বজায় রেখে, স্বাস্থ্য বিধি মেনে শান্তিপূর্ণ ভাবে
পূজা উদযাপনে শাহজাদপুর পূজা উদযাপন পরিষদ
সহ সকল পূজামণ্ডপের সভাপতি ও সম্পাদকের সংগে
পূজার প্রস্তুতিমুলক সভা করেছেন।
সবাইকে শারদীয় শুভেচ্ছা।
তথ্যসংগ্রহঃ বিধান চ্ন্দ্র ঘোষ।