বঞ্চিত অনাথে অসহায়
শেখ আব্দুল খালেক
শেখ আব্দুল খালেক
নির্মম হৃদয়ে মন্দের কালিমা
নেই কোন মমতা পাষাণের,
স্বার্থের গন্ধে সদা থাকে দ্বন্দ্বে
পথ খোঁজে নীরবে শোষণের।
মানবের বিপদে মানবতা শীর্ষে
ছেড়ে দাও মন্দ বসুধায়,
সকলের স্বার্থে করে যাও মঙ্গল
বঞ্চিত অনাথে অসহায়।
গরীবের রক্ত চুষে খায় শোষকে
নেই কোন মমতা পাষাণের
ঠাই নেই ভুবনে দুখে মরে জনতা
যবনিকা হয় না শোষণের।
স্বপ্নের সারথি ঝরে যায় অঝরে
নাও চলে উজান দরিয়ায়,
ধেয়ে আসে ঝঞ্ঝা ডাকে মেঘ আঁধারে
চপলের প্রতাপ নীলিমায়।
তরু লতা অঙ্গার ফ্যাঁকাসে রূপ তার
খসে পড়ে ভূতলে ঝরঝর,
যতো আছে রিক্ত বেদনায় সিক্ত
ভেসে আসে পল্লবমর্মর।
ঝঞ্ঝা জলধর সিন্ধুর লহরী
চপলে চমকায় দেহ মন,
হৃদয়ের খরাতে বয়ে যাক নীরবে
অমেয় শান্তির বরিষণ।
তারিখঃ ১০/১১/২০ ইং