শাহজাহান সরকার,বিশেষ প্রতিনিধি।। দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন-ইসি। দ্বিতীয় দফায় ৬১টি পৌরসভায় আগামী ১৬ জানুয়ারি এই ভোট অনুষ্ঠিত হবে।
বুধবার ২ ডিসেম্বর নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর এ তফসিল ঘোষণা করেন।
তিনি জানান, আগামী ২০ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র বাছাই ২২ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ২৯ ডিসেম্বর। ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ হবে ২৯টি পৌরসভায় এবং ব্যালেটে হবে ৩২টি পৌরসভায়।
ঘোষিত তফসিলে পাবনার ৫টি পৌরসভায় ভোটগ্রহণ হবে ১৬ জানুয়ারি। পৌরসভাগুলো হলো- পাবনার ঈশ্বরদী, ভাঙ্গুড়া, ফরিদপুর, সাঁথিয়া ও সুজানগর পৌরসভা।
এছাড়াও ঘোষিত তফসিলে পাবনার চাটমোহর পৌরসভায় ভোটগ্রহণ হবে আগামী ২৮ ডিসেম্বর। পাবনার বাকী তিন পৌরসভা পাবনা, আটঘরিয়া ও বেড়া পৌরসভার তফসিল ঘোষণা করা হয়নি এ পর্যন্ত ।