মনে পড়ে আবার পড়েও না !
————এল আর বিশ্বাস
চারিদিকে আলো ঝলমলে
বাহারি রং
আহা! চোখ ফেরানো যায় না!
সাহারার ধু ধু মরুভুমি আমাকে টানে
আহা ! নির্জনতায় কি আনন্দ !
নীলিম আকাশ আমাকে টানে,
উত্তর মেরুর সমস্ত চৌম্বক শক্তি একসাথে
হ্যচকাটানে আমাকে কাছে নেয়।
শত আলোকবর্ষ দূরের নীহারিকা
আমাকে ইশারায় ডাকে
ঐন্দ্রজালে আবিষ্ট হয়ে শূন্যে পথ চলি,
ভুলে যাবো, সে কথা কি করে বলি !
জীবনমুখি কত কি, কৃত্তিম অথবা অকৃত্তিম
মরা তালের শিখরে শকুনির ডিম।
কি করে ভুলি, পাই বা না পাই,
এই জনপদে মোর বাস;
মনে পড়ে আবার পড়েও না, শুধু ভুলে যাই
হৃদয়ের গভীরে লুকানো অকৃত্তিম বিশ্বাস ।