আমার বাংলাদেশ
শেখ আব্দুল খালেক
এই যে মধুর ভুবন ও ভাই,
নেই তো রূপের শেষ,
তাহার মাঝেই অপরূপ এক
আমার বাংলাদেশ।।
এমন শ্যামল দেশটি ও ভাই
নেই তো ভুবন মাঝে
সোনার ফসল সকল মাঠেই
নয়ন জুড়ায় সাজে
সাগর নদীর দেশটি ও ভাই
তার যে কাজল কেশ।।
ভোরের হাওয়ায় পাখির কুজন
রঙিন ফুলের ঘ্রাণে,
মাঝির গানের মধুর সুরে
দেয় যে দোলা প্রাণে।
সাগর নদী পাহাড় আকাশ
সবুজ গাঁয়ের মাটি
নয়ন জুড়ায় দেখে ও ভাই
সোনার চেয়েও খাটি
কাজল কালো শ্যামল তরু
যেন মায়ের কেশ।।