অনলাইন রাঙাপ্রভাত ডেস্কঃ জেলার সিভিল সার্জন প্রমোদ খানডেট বলেছেন, “হাসপাতাল কর্তৃপক্ষ সাতটা শিশুকে উদ্ধার করেছে কিন্তু ১০টা শিশু দুর্ভাগ্যজনক ঘটনায় মারা গেছে”।
ভারতের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০টি নবজাতক পুড়ে মারা গেছে। শনিবার ভোর রাতে এই অগ্নিকাণ্ড হয়।
মহারাষ্ট্রের ভানদারা ডিসট্রিক্ট হসপিটালে ঐ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকল বাহিনী আসার আগে কর্তৃপক্ষ সাতটি শিশুকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনাকে “হৃদয়বিদারক ট্রাজেডি” বলে বর্ণনা দিয়েছেন।
আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে সেটা এখনো জানা যায়নি। তবে তদন্ত শুরু হয়েছে।
স্থানীয় সময় রাত ২টার দিকে আগুন ধরে। স্থানীয় গণমাধ্যম বলছে, উদ্ধার অভিযান ব্যহত হচ্ছে কারণ হাসপাতালের ওয়ার্ডের মধ্যে বার বার বিস্ফারণ হচ্ছে।
একজন নার্স বলেছেন, তিনি নবজাতকদের কেয়ার ইউনিটে ধোঁয়া দেখে কর্তৃপক্ষকে সতর্ক করেছিলেন।
জেলার সিভিল সার্জন প্রমোদ খানডেট বলেছেন, “হাসপাতাল কর্তৃপক্ষ সাতটা শিশুকে উদ্ধার করেছে কিন্তু ১০টা শিশু দুর্ভাগ্যজনক ঘটনায় মারা গেছে”।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন তার “কষ্ট ভাষায় প্রকাশ করা যাবে না”।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন তিনি ‘গভীরভাবে শোকাহত”।
ভানদারা নাগপুর থেতে ৬২ কিমি দুরে। উত্তর-পূর্বের নাগপুর শহর মহারাষ্ট্রের অন্যতম জনবহুল শহর।