রাঙা প্রভাত ডেস্ক।। নির্বাহী আদেশে সই করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
রাঙবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত পরিবর্তনের জন্য এক গুচ্ছ নির্বাহী আদেশের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরেই ঐ সব নির্বাহী আদেশে সই করা শুরু করেন বাইডেন।
হোয়াইট হাউজে প্রবেশের পর ওভাল অফিসে সাংবাদিকদের সামনে করোনা সংকট, অর্থনৈতিক সংকট এবং জলবায়ু সংকট নিয়ে ট্রাম্পের সিদ্ধান্ত পরিবর্তনের জন্য তিনটি নির্বাহী আদেশে সই করেন বাইডেন।
বাইডেন তার সই করা প্রথম নির্বাহী আদেশে মার্কিনিদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করেন। এছাড়া ডোনাল্ড ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেওয়ার যে সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন সেটি বাতিল করার জন্যও নির্বাহী আদেশে সই করেছেন বাইডেন।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানায়, ক্ষমতা নেওয়ার পর প্রথম দিনই ১৭টি নির্বাহী আদেশে সই করেছেন বাইডেন । এগুলোর মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন সংক্রান্ত নীতিমালা বাতিল করা এবং মুসলিম দেশ থেকে ভ্রমণের ওপর যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল তা বাতিলের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোও রয়েছে।