নিজস্ব প্রতিবেদক, খুলনা: দেশে লাগামহীন ভোট ডাকাতির প্রতিবাদে, নিরপেক্ষ, নির্দলীয় তত্ত্বাধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের খেতাব বাতিলের প্রতিবাদে এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে দেশের ৬সিটিতে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীদের নেতৃত্বে আয়োজিত প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে আসন্ন ২৭ফেব্রুয়ারি খুলনায় বিএনপির ঐতিহাসিক মহাসমাবেশকে কেন্দ্র করে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের পুলিশ প্রশাসন কর্তৃক গণগ্রেফতারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করে বিবৃতি দিয়েছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বকুল বলেন, খুলনায় বিএনপির ঐতিহাসিক মহাসমাবেশকে বানচালের উদ্দেশ্যে এবং বর্তমান অবৈধ সরকারের অশুভ পায়তারা বাস্তবায়নের লক্ষে পুলিশ প্রশাসন সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ বিনা কারণে খুলনায় বিএনপি ও তার অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করছে।ইতিমধ্যে খুলনা সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং খুলনা মহানগর বিএনপির সহ সভাপতি শেখ জাহিদুল ইসলাম, ১০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান খোকন, মহানগর যুবদলের সদস্য মাসুম খান, দৌলতপুর থানা যুবদলের সাবেক সহ সভাপতি ও ৬নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী লাবু, খানজাহান আলী থানা যুবদল নেতা জিয়াউর রহমান জিয়া সহ খুলনা মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। তিনি বিনা কারণে এই ন্যাক্কারজনক গ্রেফতার কর্মকান্ডের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেন।
বকুল আরো বলেন, সরকার পুলিশ প্রশাসন ব্যবহার করে গণগ্রেফতারের মাধ্যমে খুলনায় বিএনপির মহাসমাবেশকে বানচালের অশুভ পায়তারা করছে।কিন্তু তারা জানে না, কোন প্রকার হামলা-মামলা, জুলুম, নির্যাতন আর গ্রেফতারের মাধ্যমে বিএনপির এই কর্মসূচিকে বন্ধ করা যাবে না। ইস্পাত কঠিন মনোবলের অধিকারী বিএনপির প্রতিটি নেতাকর্মী যেকোন মূল্যে আসন্ন ২৭ফেব্রুয়ারি খুলনার ঐতিহাসিক মহাসমাবেশে উপস্থিত হয়ে দেশের ১৭কোটি মানুষের প্রাণের দাবি বাস্তবায়নের লক্ষে মহাসমাবেশকে জনসমুদ্রে রুপান্তরিত করবে ইনশাআল্লাহ।