মৌলভীবাজার প্রতিনিধিঃ “করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব”এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে আন্তজার্তিক নারী দিবস উপলক্ষে ১০ ই মার্চ ( বুধবার) শাহ মোস্তফা রোডস্থ শহীদ আইভি রহমান হলে ব্রাক সামাজিক ক্ষমতায়ন কর্মসুচী উদ্দ্যেগে আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান বেগম রেজিয়া রহমান এর সভাপতিত্বে ও রেডিও পল্লী কন্ঠের স্টেশন ম্যানেজার মেহেদি হাসান এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরিফুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার শামসুন্নাহার, ব্রাক পার্টনারশীপ স্ট্রেনদেনিংইউনিট,সিলেট এর ডিভিশনাল ম্যানেজার রিপন চন্দ্র মন্ডল, সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম, স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক জেলা সমন্বয়ক ইলিমেন্ট হাজং, সার্বিক সহযোগীতায় ছিলেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসুচী জেলা ব্যবস্থাপক মোঃ নুরুজ্জামান ও জুনিয়র সেক্টর স্পেশালিষ্ট অল্লিকা দাস। এ ছাড়া ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর বিউটি রায়,লোকমান হাকিম প্রমুখ । আলোচনা সভা শেষে অতিথিরা চিত্রাঙ্কন এ অংশগ্রহণ কারী পল্লী সমাজের নারীদের মধ্যে পুরষ্কার তুলে দেওয়া হয়।