গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের বালিয়ারছড়ায় ৩ (তিন) বছর আগে ব্রীজ নির্মিত হলেও সংযোগ রাস্তা নির্মিত না হওয়ায় ব্রীজ দিয়ে যানবাহন চলাচল করতে পারছেনা। কর্তৃপক্ষের অবহেলার প্রতিবাদে এবং অবিলম্বে ব্রীজের সংযোগ রাস্তা নির্মাণ ও দারিয়াপুর থেকে গিদারী ইউনিয়ন পরিষদ পর্যন্ত রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বুধবার সকাল ১১টায় গিদারী ইউনিয়নের বালিয়ারছড়া ব্রীজ সংলগ্ন এলাকায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গিদারী শাখার ডাকে মানববন্ধনে শত শত মানুষ অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ছাদেকুল মাস্টার, জেলা সিপিবি’র সম্পাদকমন্ডলীর সদস্য তপন কুমার বর্মণ, কৃষকনেতা জাহাঙ্গীর আলম মন্ডল, সিপিবি কাউন্সিলবাজার শাখার সম্পাদক মিজানুর রহমান মিজান, এলাকাবাসীর মধ্যে ইয়াকুব আলী, সাদা মিয়া, শফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, তিন বছর আগে ব্রীজটি নির্মিত হলেও কি কারণে সংযোগ সড়ক নির্মিত হচ্ছে না তা বোধগম্য নয়। তারা প্রশ্ন করেন, কোটি কোটি টাকা খরচ করে ব্রীজ নির্মাণ করা হয়েছে সেই ব্রীজ দিয়ে মানুষ কেন চলাচল করতে পারবে না কেন? অবিলম্বে ব্রীজের সংযোগ রাস্তা নির্মাণ করা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে বলেও হুশিয়ারি দেন বক্তারা।