রফিকুল ইসলাম রনি, বরিশাল :-বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এর জন্মভূমি বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউপির আগরপুরে মানবসেবার জন্য ২০ শয্যা বিশিষ্ঠ প্রতিষ্ঠিত অত্যাধুনিক বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান হালিমা-মান্নান মেমোরিয়াল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের যাত্রা শুরু উপলক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে অল্পপরিসরে উদ্বোধনী দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বৃস্পতিবার ২১ জুলাই পবিত্র ঈদুল আজাহার দিন মাগরিব বাদ হাসপাতালটির উদ্বোধনী দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল-নাহিয়ান খান জয় এর পিতা ও প্রগতী ইন্সুরেন্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বীরমুক্তিযোদ্ধা আব্দুল আলীম খান।
হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক বিপ্লব হোসেন আজাদের সভাপতিত্বে ও আন্তরজার্তীক ক্ষ্যাতিসম্পন্ন শ্রমিক নেতা একেএম শহিদুল আলম ফারুকের সঞ্চলনায় অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উত্তরণ সাংস্কৃতিক সংর্ঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল হাকিম, প্রতিষ্ঠানটির আবাসিক চিকিৎসক নয়ন বাবু, সমাজসেবক লুৎফুল কবির সবুজ, জাহাঙ্গীর নগর ইউনিয়ন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান প্রমুখ।
এসময়ে অন্যান্যদের মধ্যে হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক বিপ্লব হোসেন আজাদের সহধর্মিণী ও হাসপাতালের চেয়ারম্যান নুপুর হোসেন, সাকোকাঠী মিশুক স্টান্ড দোকানদার কিমিটির সাধারণ সম্পাদক রহমান বিশ^াস, রশিদ শিচ্তী, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের নূরে আলম মঞ্জু মোল্লা, সরোয়ার আলম ও ফরহাদ হোসেন, দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার বরিশাল প্রতিনিধি ও রাঙা প্রভাত সম্পাদক ও প্রকাশক রফিকুল ইসলাম রনি উপস্থিত ছিলেন।
ব্যবস্থাপনা পরিচালক বিপ্লব হোসেন আজাদ বলেন, আজ থেকে ২০-২২ বৎসর পূর্বে আমার বাবা-মা সঠিক চিকিৎসার অভাবে অকাল মৃত্যুবরণ করেছিলেন। তখন লক্ষ লক্ষ টাকা খরচ করে সঠিক চিকিৎসা দিতে পারিনি। সে দুঃখ আজও আমাদের হৃদয় থেকে মুছে যায়নি। সেই কথাগুলো বিবেচনায় রেখে আমরা ৫ ভাই সিদ্ধান্ত নিয়েছি এই অজপাড়া গাঁয়ের মানুষগুলোকে কিভাবে আধুনিক চিকিৎসা সেবা প্রদান করা যায়। তাই আমাদের প্রয়য়াত পিতা-মাতার স্বরণে ও তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে, আল্লাহর অশেষ রহমতে ও সকলের সহযোগিতায় এ চিকিৎসা প্রতিষ্ঠান স্থাপন করেছি।
তিনি আরো বলেন, মূলত ব্যবসাই আমাদের উদ্দেশ্য নয়, চারটা ডাল-ভাত খাওয়ার তৌফিক আল্লাহপাক আমাদের দিয়েছেন। তাই আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মানবতার সেবায় নিয়োজিত থাকা।
উল্লেখ্য, আধুনিক চিকিৎসা সেবা দিতে হাসপাতালটিতে রয়েছে সব পরীক্ষা নিরীক্ষার অত্যাধুনিক ডিজিটাল চিকিৎসা যন্ত্রসামগ্রী। এ প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ স্বল্প খরচে সব শ্রেণী পেশার মানুষের মাঝে সকল ধরনের চিকিৎসা সেবা দেবে । জাহাঙ্গীর নগর তথা বাবুগঞ্জ, মুলাদী, গৌরনদী ও উজিরপুর সহ বিভিন্ন উপজেলার অসহায়, দরিদ্র ও সুবিধা বঞ্চিত সাধারণ মানুষ ২৪ ঘন্টাই অভিজ্ঞ ডাক্তার দ্বারা সেবা নিতে পারবে।