রাঙা প্রভাত আন্তর্জাতিক ডেস্ক।। দক্ষিণ মেসিডোনিয়ার একটি হাসপাতালে আগুনে পুড়ে ১০ জন করোনারোগীর মৃত্যু হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে টেটোভো শহরের একটি হাসপাতাল ভবন আগুনের শিকা ও ধোঁয়ার মেঘপিণ্ড দেখা গেছে।
বুধবার ৮ সেপ্টেম্বর স্থানীয় সময় রাত ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিনির্বাপক কর্মীরা জানান, এক ঘণ্টা চেষ্টা করে তারা আগুন নিয়ন্ত্রণে এনেছে।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী ভেনকো ফিলিপ্স আশঙ্কা করছেন হতাহতের সংখ্যা বাড়তে পারে।
এক টুইট বার্তায় তিনি জানান, রাজধানীর স্কোপজে কিছু সংখ্যক রোগীকে নিরাপদে হাসপাতালটি থেকে সরানো হয়েছে।
স্বাস্থমন্ত্রী ফিলিপ্স বলেন, আহতদের বাঁচাতে চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা করছেন। অগ্নিকাণ্ডের ঘটনাকে তিনি একটি ‘ভয়ংকর দুর্ঘটনা’ হিসেবে উল্লেখ করেছেন।
তবে এটি এখনও স্পষ্ট নয় যে হাসপাতালটিতে কতজন করোনারোগী চিকিৎসা নিচ্ছিলেন।
গত বছর করোনারোগীদের সেবায় হাসপাতালটি প্রতিষ্ঠা করা হয়েছিল। দক্ষিণ মেসিডোনিয়ায় মাত্র ২০ লাখ মানুষের বাস।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে এক লাখ ৮০ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছে। মারা গেছে ছয় হাজার ১৫৩ জন।
ম্যাকাডোনিয়া বা মেসিডোনিয়া নামে রাষ্ট্রটি গ্রিসের উত্তরে অবস্থিত। মেসিডোনিয়া এক সময় লিবারেল কমিউনিজমের ভিত্তিভূমি হিসেবে পরিচিত যুগোস্লাভিয়ার অংশ ছিল।
১৯৯২ সালে মেসিডোনিয়া এক গণভোটের মধ্য দিয়ে যুগোস্লাভিয়ার ফেডারেশন থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র গঠন করে।
সূত্র: বিবিসি