নিজস্ব প্রতিবেদক :- গ্রাম পুলিশের প্রভাবে অতিষ্ঠ এলাকাবাসী এমন অভিযোগ পাওয়া গেছে জেলার গৌরনদীর দক্ষিন পিঙ্গলাকাঠী গ্রামের মৃত রুস্তুম বয়াতীর পালিত পুত্র চৌকিদার বাবুল বয়াতীর বিরুদ্ধে।
অভিযোগ সুত্রে, গ্রাম পুলিশ চৌকিদার বাবুল বয়াতী নিজকে পুলিশের কর্তা ও প্রভাবশালী লোক বলে এলাকার মানুষের সাথে খারাপ ব্যবহার করে আসছে প্রতিনিয়ত। এমনকি এলাকার যুবকদের মাদক দিয়ে ধরিয়ে দেয়ার হুমকি দিয়ে টাকা আতœস্বত করে আসছে। এলাকার মানুষের জমি দখলেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এছাড়াও গ্রাম পুলিশ বাবুল বয়াতী তার ফেসবুক আইর্ডিতে বাবুল দারোগা নাম দিয়ে পুলিশের ভাব মূর্তি ক্ষুন্ন করেছে। নিজের প্রভাব খাটিয়ে অন্যায় ভাবে কালু বয়াতী নামে এক ব্যক্তিকে মারধর করলে সে চিকিৎসাধীন অবস্থায় তিন মাস পরে মারা যায়।
গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুর রব হাওলাদার তার লিখিত মতামতে ব্যক্ত করেন, আমার অনুসন্ধানে প্রতীয়মান হয়যে, গ্রাম পুলিশ মোঃ বাবুল বয়াতী একটু চালাক এবং সুচতুর প্রকৃতির। এাকার লোকজনদের সাথে তার সু-সম্পর্ক নেই। বাবুল বয়াতী এলাকার কারও সাথে মিশতে পারে না এবং কেই তাকে ভালো জানে না। সে পুলিশের প্রভাব খাটিয়ে এলাকার লোকজনদের হেয় করে বলে স্থানীয়ভাবে জানা যায়।
তিনি লিখিত বক্তবে আরো মতামত ব্যক্ত করে বলেন, গ্রাম পুলিম বাবুর বয়াতীর বিরুদ্ধে একটি অভিযোগ উপজেলা নির্বাহী অফিসারের নিকট তদন্তধনি একং প্রশাসনিক ব্যবস্থার জনৗ প্রক্রিয়াধীন আছে।