নিজস্ব প্রতিবেদক :- বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের জন্মভূমি আগরপুরে প্রতিষ্ঠিত ২৫ শয্যা বিশিষ্ট বেসকারি হালিমা-মান্নান মেমোরিয়াল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের সার্বিক ব্যবস্থাপনায় এবং বাবুগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাবের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার (২৭ মার্চ) সকাল ১০ টা থেকে দুপুর দুইটা পর্যন্ত বরিশাল জেলার বাবুগঞ্জ বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের সবুজ বাংলা মাধ্যমিক বিদ্যালয় হল রুমে জনসচেতনতা মূলক আলোচনা সভা ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় হয় । বিনামূল্যে রক্তের গ্রæপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠানে ওই বিদ্যালয়ের ও প্রাথমিক বিদ্যালযের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। দুই বিদ্যালয়ের প্রায় চারশত শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। সর্বসময়ের মতোই নিজস্ব অর্থায়নে এ কর্মসুচী পালন করেন হালিমা-মান্নান মেমোরিয়াল ক্লিনিকের কর্তৃপক্ষ।
বাবুগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাবের সভাপতি মোঃ রহুল আমিনের সভাপতিত্বে শিক্ষার্থীদের নিয়ে স্বাস্থ্য ও রক্তদান বিষয়ক সচেতনতা মূলক আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হালিমা-মান্নান মেমোরিয়াল ক্লিনিকের পরিচালক একে এম শহিদুল আলম ফারুক।
এসময়ে অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক খান মুঃ আবু জাফর সালেহে, সহকারী শিক্ষক মিরাজ হোসেন প্রমুখ ।
ক্যাম্পেইনটি পরিচালনা করেন বাবুগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাবের সাধারণ সম্পাদক তানভির রহমান শুভসহ সংগঠনটির সদস্যবৃন্দ। রক্তের গ্রুপ নির্ণয়ে ছিলেন হালিমা-মানান ক্লিনিকের চিকিৎসক মোঃ মফিজুর রহমান সুজন, ল্যাব টেকনোলজিষ্ট শারমিন নাহার, রেডিওলজিষ্ট ও এমেজি মোঃ সাইফ হোসেন ।