হ্যালোসিনেশন
আকন আবু বকর
তোমাকে খুব একটা আজকাল মনে আর পড়েনা আমার
আমাদের অবিভক্ত প্রেম আজ হেঁটে গেছে যার যার পথে
সেই কবেকার কথা!
আজ ভুলে গেছি সব
হয়তো দূরপাল্লার প্রেমে তুমি জড়িয়েছ; হয়তো আমার অনুমান সত্যি নয়
আমি কিন্তু রয়ে গেছি আগের মতন
তাই কখনো কখনো স্মৃতিময় দিনগুলো সুখের বাসর টেনে নিয়ে আসে চোখের পাতায়।
যখন কবিতা পড়ি তোমাকে তখন মনে পড়েনা তা নয়
যখন অরণ্য দেখি তখন তোমাকে মনে পড়ে
যখন ফুল বাগান চোখে পড়ে তখন আমি তোমাকে খুঁজি চারিদিক
যখন বৃষ্টির ফোঁটা নেমে এসে ছুঁয়ে দেয় আমাকে তখন মনে পড়ে তোমাকে
যখন শরতে খন্ড সাদা মেঘ উড়ে আকাশের কোলে তখনো তোমাকে মনে পড়ে
কার্তিকের জোছনায় সকরুণ চোখে আমি আকাশের চাঁদ দেখি
হেমন্ত শিশিরে আমি তোমাকেই খুঁজি
আর শীত কুয়াশায়!
এককাপ কফি হাতে মন ছুটে যায় তেপান্তর
নির্জন পথে যখন একা হাঁটি ; তোমার ছায়াটি যেন পথ দেখায় আমাকে
তবে এটাও ঠিক যে; খুব হ্যালোসিনেশন হচ্ছে আজকাল
হয়তো এতটুকুই হাতে আছে
তাই আমার সম্বল হচ্ছে আজকাল এই হ্যালোসিনেশন।
হয়তো হারানো দিন ফিরবেনা আর
হয়তো হবেনা দেখা তোমার আমার
হয়তো সোনালী চিল উড়বেনা আকাশের কোলে
হয়তো রাঁধাচূড়াটি আনবেনা কোনো ঘোরলাগা সন্ধ্যা আর
তবুও থাকবে তুমি সন্ধ্যার আকাশে ঝলমল
থাকবে হাস্নাহেনারা গন্ধ বিলাবে এই বাংলায় যতদিন
থাকবে এই বাংলায় যতদিন বইবে ঢেউ পদ্মায় মেঘনায়
যতদিন দক্ষিণের জানালায় বইবে বাতাস।
হ্যাঁ, যদিও পড়ছেনা মনে আজ তোমাকে তেমন
মনে পড়ছেনা ফুল, বৃষ্টি, চাঁদ, রাত ও একাকীত্ব ছাড়া
কিন্তু হ্যালোসিনেশনে তুমি থাকছো আমার চোখে চোখে সারাক্ষণ।