অনলাইন ডেস্ক।। রাশিয়ার বেলগ্রোদ অঞ্চলের একটি তেলের ডিপোতে আগুন লেগেছে। স্থানীয় গভর্নর জানিয়েছেন, গোলাবর্ষণের পর এই ঘটনা ঘটে। রাশিয়ার বেলগ্রোদ অঞ্চল ইউক্রেন সীমান্তে অবস্থিত।
আল জাজিরার খবরে বলা হয়েছে, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণের পর রাশিয়ার বেলগ্রোদসহ ইউক্রেনের সঙ্গে থাকা সীমান্ত এলাকায় আক্রমণ হয়েছে।
ইউক্রেনের বিরুদ্ধে বিদ্যুৎ লাইন এবং জ্বালানি ডিপোতে টার্গেট করার অভিযোগ তুলেছে রাশিয়া। তবে সর্বশেষ জ্বালানি ডিপোতে আগুন নিয়ে কিয়েভ কোনো মন্তব্য করেনি।
বেলগ্রোদের আঞ্চলিক গভর্নর ভিয়াচেস্লাভ গ্লাদকোভ টেলিগ্রামে আগুনের শিখা এবং আকাশে কালো ধোঁয়া উঠার একটি ছবি পোস্ট করে লেখেন, আমাদের এলাকায় আরও একটি গোলাবর্ষণ হয়েছে। একটি গোলা বেলগ্রোদ জেলার একটি তেলের ডিপোতে আঘাত করেছে।
জরুরি পরিষেবায় দায়িত্বরতরা আগুন নেভানোর চেষ্টা করছে। আগুন লাগার ফলে বিপদ হয়নি।
তবে কোথা থেকে গোলাবর্ষণ হয়েছে সুনির্দিষ্ট করে তা জানাননি তিনি। গভর্নর পরবর্তীতে আগুন নেভার তথ্য জানান।