নিজস্ব প্রতিবেদক :- বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এর জন্মভূমির মানবতার সংগঠন মৌলভী আবুল হাসেম কল্যাণ সংস্থার আয়োজনে অসহায় দারিদ্র্য পরিবার ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউপির জাহাপুর গ্রামে মঙ্গলবার (১১ এপ্রিল) পাঁচ শতাধিক দারিদ্র্য পরিবারকে ওই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। প্রতিবছরের ন্যায় এবছরও
প্রয়াত মৌলভী আবুল হাসেম এর সুযোগ্য পুত্র শিক্ষানুরাগি বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব একে এম আনিসুজ্জামান নান্নু তাদের সংগঠনের পক্ষ থেকে ভিডিও কনফারেন্সে ঈদ সামগ্রী বিতরণের উদ্বোধন করেন।
ওই ইউনিয়নের বিভিন্ন এলাকার ৬০ জন দুস্থ বীর মুক্তিযোদ্ধা, আগরপুর কলেজের মেধাবী দারিদ্র ৬৬ জন শিক্ষার্থী ও দুস্থ অসহায় পাঁচশত লোকদের মাঝে সকাল ৮ টা থেকে সারাদিন ব্যাপি ঈদ সামগ্রী প্রদান করা হয় ।
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সংগঠনের পরিচালনা পর্ষদের সদস্য বৃন্দ সহ অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ সমাজসেবক আলহাজ্ব জালাল উদ্দিন আহমেদ, জাহাঙ্গীরনগর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার এইচ এম মিজানুর রহমান, বরিশাল বিমান বন্দর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক রফিকুল ইসলাম রনি প্রমুখ।
এলাকার অসহায়দের প্রত্যেকের মাঝে ঈদ সামগ্রির মধ্যে ছিল গুনগত মানের ২৫ কেজি মিনিকেট বস্তার চাল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ২ কেজি মুশুরের ডাল, ২ লিটার সোয়াবিন তৈল,পাউডার দুধ ও সেমাই এ সব পণ্য বিতারণ করা হয়।
ঈদ সামগ্রী বিতরণের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রেজাউল করিম বেপারি।