বিশেষ প্রতিনিধি।। মাদারীপুরের রাজৈরে পারিবারিক কলহের জেরে গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সুজন বাইনের (৩৫) বিরুদ্ধে। মঙ্গলবার (১১ এপ্রিল) গভীর রাতে উপজেলার খালিয়া ইউনিয়নের সেনদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ বুধবার সকালে লাশ উদ্ধার করে মাদারীপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়। হত্যার পর লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন মৃতের বাবা।
গৃহবধূ মিতা মণ্ডল (২১) একই উপজেলার উত্তর হোসেনপুর গ্রামের শংকর চন্দ্র মণ্ডলের মেয়ে। তার সুদর্শন নামে তিন বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে।
মিতার স্বামী সুজন বাইনের দাবি, তাকে হত্যা করা হয়নি। তার স্ত্রী আত্মহত্যা করেছেন।
পুলিশ, স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মাদারীপুরের রাজৈর উপজেলার উত্তর হোসেনপুর গ্রামের শংকর চন্দ্র মণ্ডলের মেয়ের সঙ্গে একই উপজেলার সেনদিয়া গ্রামের সুরেশ বাইনের ছেলে সুজন বাইনের পাঁচ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলে আসছিল। মঙ্গলবার গভীর রাতে এই কলহের জের ধরে স্বামী তার স্ত্রী মিতাকে হত্যা করে দোতলা ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখে বলে অভিযোগ করেছেন মিতার বাবা শংকর চন্দ্র মণ্ডল।
মিতার বাবা শংকর চন্দ্র মণ্ডল জানান, বিয়ের পর মেয়ের কোলে একটি ছেলেসন্তান আসে। ছেলের জম্মের পর থেকেই তার চোখের নেত্রনালি বন্ধ থাকায় চিকিৎসার জন্য মাঝেমধ্যে ভারতে যেতে হতো। চিকিৎসার খবর ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলে আসছিল। এরই জেরে আমার মেয়েকে হত্যা করে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা করেছে বলে প্রচার করছে।
তবে অভিযুক্ত সুজন বাইনের দাবি, তাকে আমি হত্যা করিনি, সে আত্মহত্যা করেছে। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছে ।
রাজৈর থানার ওসি (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ জানান, বুধবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর রহস্য জানা যাবে।