অপূর্ব লাল সরকার, আগলঝাড়া (বরিশাল) থেকে :
বরিশালর আগলঝাড়ায় এক প্রতিবন্ধীর ১০ শতাংশ জায়গা দখলর পাঁয়তারা করছ তার আপন ভাইয়র ছলরা। এঘটনায় প্রতিকার চয় বিভিন ¯ান লিখিত অভিযাগ করার পরও কান সমাধান পাননি প্রতিবন্ধী মাহাম্মাদ বপারী।
অভিযাগ সূত্র জানা গছ, উপজলার গলা ইউনিয়নর মধ্য শিহিপাশা গ্রামর মত একরাম আলী বপারীর প্রতিবন্ধী ছল মাহাম্মদ আলী বপারীর বান ফরিদার কাছ থক ১০ শতাংশ জায়গা ২০১৬ সালর ১০ আগস্ট ক্রয় করন। ক্রয় করার পর থক ওই জমির মালিকানা বুঝিয় না দিয় টালবাহনা শুরু কর ভাইয়র ছল হিরন বপারীসহ অন্যরা। ওই জায়গা নিয় প্রতিবন্ধী মাহাম্মদ আলী বপারীর একমাত্র ময় ফাতমা বগম বাদী হয় বরিশাল আদালত মামলা দায়র করন। এব্যাপার দরিদ্র প্রতিবন্ধী মাহাম্মদ আলী দখল বুঝিয় পাওয়ার জন্য ২০২২ সাল সহকারী কমিশনার (ভূমি) কাছ লিখিত অভিযাগ দায়র করলও তার কান সমাধান পায়নি। এব্যাপার দরিদ্র প্রতিবন্ধী মাহাম্মদ আলী বলন, আমার ভায়র ছলরা জার কর আমার জায়গা দখলর পাঁয়তারা করছ।
তারা মপ আমাক জায়গা বুঝিয় দয়নি। মাপার কথা বলল তারা বিভিন ধরণর ভয়ভীতি দখিয় আমাক মারত আস। আমি আমার জায়গা বুঝ পাবার জন্য উর্ধতন প্রশাসনর কাছ দাবি জানাছি। মাহাম্মদ আলীর ভাইয়র তিন ছলর মধ্য হিরন বপারী জানান, আমাদর বিরুদ্ধ আনা অভিযাগ মিথ্যা ও ভিত্তিহীন। আমার এক ভাই বিদশ থাক আর অন্য ভাই সরকারী চাকরি কর। তারা বাড়ি এল চাচার জায়গা মপ দয়া হব।