অনলাইন ডেস্ক।। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় নতুন মন্ত্রি পরিষদের সদস্যরা উপস্থিত ছিলে
শনিবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টায় জাতির পিতা সমধিতে শ্রদ্ধা জানান তিনি। পরে নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান প্র্রধানমন্ত্রী। এ সময় ছোট বোন শেখ রেহানা প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।
এর আগে সকাল ১১টার দিকে সফরসঙ্গীদের নিয়ে সড়ক পথে টুঙ্গিপাড়ায় পৌঁছান সরকারপ্রধান।
এ সময় ৩ বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার দেয়া হয়। পরে প্রধানমন্ত্রী পবিত্র ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধুসহ ’৭৫- এর ১৫ আগস্ট নিহতদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন।
বিকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় এবং রাতে বঙ্গবন্ধু ভবনে রাতযাপন করবেন প্রধানমন্ত্রী।
আগামীকাল রোববার বিকালে কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে দলের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন আওয়ামী লীগের সভাপতি। পরে সড়কপথেই ঢাকায় ফিরবেন।
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার মানুষের মাঝে এখন আনন্দের বন্যা ও খুশির জোয়ার। স্বত:স্ফূর্তভাবে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত করে পঞ্চমবারের মতো তাকে প্রধানমন্ত্রী বানানোর প্রথম কৃতিত্ব দুই উপজেলাবাসীরই। তাই তাদেরকে কৃতজ্ঞতা জানাবেন শেখ হাসিনা।