রফিকুল ইসলাম রনি।। বরিশালের বাবুগঞ্জে সন্ধ্যা নদীর ভাঙনে হুমকির মুখে পড়েছে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়সহ সাতটি শিক্ষাপ্রতিষ্ঠান। অব্যাহত নদী ভাঙনে দিশেহারা হয়ে পড়ছেন তীরবর্তী মানুষ।
নদীর পানিবৃদ্ধি এবং অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে ব্যাপক ভাঙন সৃষ্টি হওয়ায় নদী গর্ভে বিলীন হতে চলছে উপজেলার জাহাঙ্গীর নগর ইউপির তিনটি মাধ্যমিক বিদ্যালয়, চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়াও ভাঙনের সঙ্কটে রয়েছে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার, বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজ।
নদী সন্ধ্যার তীরবর্তী কৃষকের ফসলি জমি নদীর গর্ভে বিলিন হয়ে গেছে। তাই নদীট শাসন না হলে এসব কৃষকদের পরবর্তী ফসিল জমি, সাধারণ মানুষের বসতভিটা এবং শিক্ষাপ্রতিষ্ঠান নদী গর্ভে হারিয়ে যাবে বলে স্থানীয়দের আশঙ্কা। ভাঙনরোধে পানি উন্নয়ন বোর্ডের ফেলা জিও ব্যাগও কাজে আসছে না। ফলে চরম আতঙ্কে দিন পার করছেন সন্ধ্যা নদীর তীরবর্তী বাসিন্দারা।
উপজেলার সন্ধ্যা নদীর ভাঙনে ইতিমধ্যে মোল্লার হাট, পূর্ব ভূতেরদিয়া, বাহেরচর জাহাঙ্গীর নগর ইউপির ভাঙ্গারমুখ, চরউত্তর ভূতের দিয়া, রহিমগঞ্জ, রমজানকাঠী, গুদিঘাটা এসব এলাকার অধিকাংশ নদী গর্ভে হারিয়ে গেছে। ফলে ওইসব গ্রামের মানচিত্র ক্রমেই ছোট হচ্ছে।