রফিকুল ইসলাম রনি।। “সবাই মিলে শপথ করি, বাল্য বিবাহ মক্ত বাংলাদেশ গড়ি” এ প্রতিবাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে এক আলোচনা সভা ও বাল্যবিবাহ সচেতনতা মূলক নাটিকা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ অক্টোবর) বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউপির রমজানকাঠী গ্রাম বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে দুপুর ১ টার সময়ে ওই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
জাহাঙ্গীর নগর ইউনিয়ন সমন্বয়কারী সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের এলাকা সমন্বয়কারী আল-আমিন রাব্বি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, সহকারী প্রধান শিক্ষক হেমায়েত উদ্দিন প্রমুখ।
বাল্যবিবাহ সচেতনতা মূলক নাটিকা অনুষ্ঠান পরিচালনা করেন উত্তরণ সাংস্কৃতিক সংঘের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল হাকিম। তখন নাটিকা অনুষ্ঠানে অভিনয় করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক আবদুল হাকিম, আলমগীর হোসেন, আব্দুল বারী, সিহাব উদ্দিন সিহাব, সিদ্দিকুর রহমান, নুপুর আক্তার, মুনমুন , রফিকুল ইসলাম রনি।
বাল্যবিবাহ মূলক নাটিকাটি উপস্থিতি শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টি করেছে এবং শিক্ষার্থীরা দি হাঙ্গার প্রজেক্টের সকল কর্মকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন করেছে।