রাঙা প্রভাত ডেস্ক:- পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে জঙ্গি হামলায় সেনা, জঙ্গি ও বেসামরিক লোকসহ কমপক্ষে ১২২ জন নিহত হয়েছে।
নিহতদের মধ্যে সাতজন সেনা, ৮০ জন জঙ্গি ও ৩৫ জন বেসামরিক নাগরিক। আর নিহত ৩৫ বেসামরিক নাগরিকের মধ্যে ৩১ জনই নারী রয়েছে। খবর দ্য টেলিগ্রাফের।
দেশটির সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার মালির সীমান্ত এলাকায় আরবিন্দা শহরে একটি সামরিকঘাঁটিতে জঙ্গি হামলার পর সেনাবাহিনী পাল্টা জবাব দিলে ওই হতাহতের ঘটনা ঘটে।