নিজস্ব প্রতিবেদক।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের জাহাপুর গ্রামের মরহুম আলহাজ্ব মৌলভী আবুল হাসেমের সুযোগ্য পুত্র বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক একে এম আনিসুজ্জামান নান্নুর উদ্যোগে এলাকাবাসী এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে তার প্রয়াত পিতা আলহাজ্ব মৌলভী আবুল হাসেম ও মমতাময়ী মা মরহুমা আনোয়ারা বেগমসহ দুনিয়া থেকে বিদায় নেওয়া আত্নীয় স্বজনের বিদায়ী রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
শুক্রবার ( ২১ মার্চ ) উপজেলার জাহাঙ্গীর নগর ইউপির রাস্তার মাথা বাজারের বাইতুল নুর জামে মসজিদে ওই ইফতার মাহফিল ও দোয়া মোনাজান অনুষ্ঠিত হয় এতে প্রায় চারশত রোজাদার ব্যাক্তি অংশগ্রহণ করেন।
এদিকে বীর মুক্তিযোদ্ধা একে এম আনিসুজ্জামান নান্নু ও তার স্ত্রী এবং ছেলে মেয়ে, ভাই বোনদের আত্নীয় স্বজনদের শারীরিক সুস্থতায় সকলের নিকট দোয়া কামনা করেন ।
এসময়ে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান খান হিমু, তার ভাই ডা: একে এম শামসুজ্জামান, আগরপুর কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এ এফ এম জালাল আহমেদ, মুক্তিযোদ্ধা কমান্ডার এইচ এম মিজানুর রহমান, বিএনপির নেতা মালেক সিকদার, সমাজসেবক হাসনাত মিয়া প্রমুখ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাইতুল নুর জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ নজরুল ইসলাম। ইফতারের সার্বিক ব্যবস্থপনায় ছিলেন মসজিদের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হোসেন বেপারি।