রফিকুল ইসলাম রনি।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নে পবিত্র মাহে রমজানের তাৎপর্য এবং যাকাত শীর্ষক আলোচনা সভা ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ মার্চ) বিকালে উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের আগরপুর আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে এ সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় জামায়াতের অন্যতম সদস্য ও বরিশাল মহানগরীর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাহাঙ্গীর নগর ইউনিয়ন শাখার আমির মাওলানা মামুনুর রশিদ হারুনের সভাপতিত্বে ও সেক্রেটারী মো: শফিকুল ইসলাম রাশেদের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল জেলা শাখা সহকারী সেক্রেটারি ও বাবুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো: আজিজুর রহমান অলিদ, বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. আবদুছ ছবুর মাতুব্বর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাবুগঞ্জ উপজেলা শাখা সেক্রেটারি, মাওলানা আব্দুস ছালাম মাঝি প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, রমজান মানব জাতিকে ত্যাগের মহিমা সম্পর্কে শিক্ষা দেয়, যা জাগতিক কল্যাণ বয়ে আনে।