রফিকুল ইসলাম রনি ।। বরিশালের বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের বিভিন্ন সরকারি চলমান প্রকল্পের কাজ সরজমিনে পরিদর্শন করেছেন সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আহমেদ।
মঙ্গলবার (২৭ মে) সকাল সাড়ে ১১ থেকে সাড়ে ৫ টা পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন গ্রামে টিআর, কাবিখা, কাবিটা ও মুক্তিযোদ্ধাদের বীর নিবাস নির্মাণ কাজ সরেজমিনে প্রকল্পের পরিদর্শন করেন তিনি। এবং এসময়ে তিনি তিনটি নির্মিত নতুন ব্রীজ উদ্বোধন করেন।
তখর তার সাথে জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান খান হিমু, সচিব আমিনুল ইসলাম, উপজেলা পরিষদের কর্মকর্তা সোহেল, বিএনপি নেতা মালেক সিকদার, কেএম শাখাওয়াত হোসেন, রফিকুল ইসলাম সহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দসহ সংশিষ্টরা উপস্থিত ছিলেন।
সরকারি প্রকল্পের কাজ দীর্ঘদিন পর স্বচ্ছতার সাথে হচ্ছে বলে জানান স্থানীয়রা। তারা বলেন, এই প্রথম দেখতে পেলাম টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের কাজে উপজেলা নির্বাহী অফিসার এতো কঠোর ভাবে তদারকি করছেন। যে ভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা তদারকি করছেন এতে কোন প্রকার অনিয়ম করার সুযোগ নেই।
জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান খান হিমু বলেন, বর্তমান ইউএনও মহোদয় সৎ মানুষ তার চোখ ফাঁকি দিয়ে অনিয়ম করা সম্ভব না। উনি সততার সাথে কাজ করেন এটা যোগদানের পর আমরা দেখে আসছি। তাই জাহাঙ্গীর নগর ইউনিয়নে কোন প্রকল্প কাজে একটু আধটু অনিয়ম হবে না আমি আশাবাদী।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ আহমেদ বলেন, সকল প্রকল্প সভাপতির কাছে পরিষ্কার ম্যাসেজ দেওয়া হয়েছে যেনো কোন প্রকার অনিয়ম না করা হয়। তারপরও যদি কেউ অনিয়ম করে তাহলে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। আমি জাহাঙ্গীর নগর ইউনিয়নে যে কয়টি প্রকল্প পরিদর্শন করে আসছি সবকয়টিতে কাজের মান মোটামুটি সন্তোষজনক। আশাকরি বাকিগুলোতেও ভালো হবে ইনশাআল্লাহ। তারপর আমি তো সারাক্ষণ খোঁজ খবর রাখছি এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে সার্বক্ষণিক তদারকি করার জন্য বলে দিয়েছি। আশাকরি সবকটি প্রকল্প স্বচ্ছতার সাথে বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ।