রাঙা প্রভাত ডেস্ক:- কাশ্মীরে মোবাইলে বার্তা আদান-প্রদান (এসএমএস) পাঁচ মাস বন্ধ থাকার পর সেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। ৩১ ডিসেম্বর মঙ্গলবার মধ্যরাত থেকে এ সেবা চালু হয়।
এছাড়া নতুন বছরে কাশ্মীরের হাসপাতালগুলোতে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হবে। তবে সাধারণ মানুষের জন্য তা বন্ধ থাকবে। খবর দ্য হিন্দু।
কাশ্মীরে মোবাইল এসএমএসে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা ঘোষণা করেন বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চল কাশ্মীর বিষয়ক সরকারি মুখপাত্র। তিনি জানান, গত ১০ ডিসেম্বর শিক্ষার্থী, স্কলারশিপের আবেদনকারী ও ব্যবসায়ীদের সুবিধার জন্য নির্দিষ্ট কিছু মোবাইল থেকে এসএমএস চালুর পর আজ (মঙ্গলবার) রাত থেকে সবার জন্য এই সেবা চালু হচ্ছে।
গত ৫ আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার ও রাজ্যটিকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার সময় মোবাইলসহ সকল যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করা হয়। সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে সাধারণ মানুষ যাতে একত্রিত হতে না পারে না পারে তাই এমন পদক্ষেপ, তখন এমন যুক্তিই দিয়েছিল মোদি সরকার।