রাঙা প্রভাত ডেস্ক :- পৃথিবীরে একেবারে পাশ দিয়ে বেরিয়ে গেল প্রায় ২ কিলোমিটার চওড়া একটি গ্রহাণু। বুধবার ভোরে এই ঘটনা ঘটে। খবর নাসা ও স্পেস ডট কমের।
পৃথিবী থেকে প্রায় ৩.৯ মিলিয়ন মাইল দূর দিয়ে ছুটে যায় গ্রহাণুটি। তবে এর কোনও প্রভাব পড়েনি পৃথিবীর ওপর। ঘটনার সময় মহাকাশের দিকে চোখ রেখেছিল নাসার বিজ্ঞানীরা।
নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন যদি এটি পৃথিবীর সঙ্গে কোনভাবে ধাক্কা খেত তাহলে পৃথিবীতে ভয়ঙ্কর প্রভাব পড়তে পারতো। কিন্তু সেরকম কোনও কিছু ঘটেনি।
সম্প্রতি এই গ্রহাণুর ছবি তুলেছেন মহাকাশবিদরা। একটি অবজারভেটরি থেকে সেই ইমেজ প্রকাশ্যে আনা হয়েছে। দেখা গিয়েছে, প্রায় ২ কিলোমিটার চওড়া এই গ্রহাণু সাইজে মাউন্ট এভারেস্টের অর্ধেক।
মহাকাশবিদরা জানান, এই গ্রহাণুর ভৌগোলিক বৈশিষ্ট্য এমন যে, দেখে মনে হচ্ছে এটিকে ফেস মাস্ক পরানো হয়েছে। আসলে গ্রহাণুটি পর্বতের মতো উঁচু-নিচু। সেই জন্যই এর এমন চেহারা তৈরি হয়েছে।