- হরিণাকুন্ডুতে মহিলাদলের নির্বাচনী সভা অনুষ্ঠিত
- সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- মহম্মদপুরে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়
- কচুয়ায় সরদার বজলুর রহমানের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত
- আশাশুনির বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শনে ইউএনও সাইদুজ্জামান হিমু
- আশাশুনি সরকারি কলেজে ফায়ার ফাইটিং ম্যানেজমেন্ট ট্রেনিং অনুষ্ঠিত
- কালিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
- কালিয়ার পহরডাঙ্গা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড
Author: রকুল ইসলাম রনি
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।। আশাশুনিতে বারসিক সংস্থার এনগেজ প্রকল্পের ইউনিয়ন সুশীল সমাজ সংগঠন (সিএসও) এর ত্রি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধহাটা ইউনিয়ন পরিষদ হলরুমে মঙ্গলবার সকাল ১০ টায় এ সভা অনুষ্ঠিত হয়। জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয়ের ফলে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় কার্যক্রম শক্তিশালী করার লক্ষ্যে আয়োজিত সভায় আলোচনা রাখেন, বারসিক এর এরিয়া অফিসার রোকসানা পারভীন এবং ফিল্ড ফ্যাসিলিটেটর মনিরুল ইসলাম। ইউনিয়নের বিভিন্ন সুশীল সমাজ সংগঠনের পরিবেশ মানবাধিকার কর্মীগণ সভায় অংশগ্রহণ করেন। সভায় সুশীল সমাজ সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আলোচনা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, পরিবেশগত ক্ষতি এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার রক্ষায় ভবিষ্যৎ করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা…
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ সি এইচ সি পি আশাশুনি উপজেলা কমিটি পুনর্গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় বজলুর রহমান বাবুকে সভাপতি, সাইদুল বাশারকে সাধারণ সম্পাদক ও সেলিনা আক্তারকে অর্থ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি পুনঃ গঠন করা হয়।
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।। আশাশুনিতে আরও সুবিধা হস্তান্তরের বিষয়ে স্থানীয় সরকার ও প্রশাসনের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সেফ দ্যা চিল্ড্রেন এর সহায়তায় উত্তরণের বাস্তবায়নে পাইলটিং সেফ ওয়াটার ম্যানেজমেন্ট সিসটেম ফর ক্লাইমেট এ্যাফেক্টেড ফ্যামিলিস ইন সাতক্ষীরা প্রকল্পের আওতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা এবং প্রকল্প অবহিতকরণ কার্যক্রম ও পরিকল্পনা সম্পর্কে কথা বলেন, প্রজেক্ট কো-অর্ডিনেটর এম আবু হাসনাত, প্রজেক্ট অফিসার সাইদুজ্জামান রোমেন ও শেখ আবু তাহের, ফিল্ড অর্গানাইজার আব্দুল্লাহেল বাকী, ফারহানা দিবা ও সেফ দ্যা…
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।। সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে জামায়াত মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় শুরা সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে নির্বাচনী প্রচারনা, মোটরসাইকেল শোডাউন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা ১১ টায় কাদাকাটি হলদেপোতায় মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এমপি প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। ইউনিয়ন আমির মাওঃ আবু বক্কার সিদ্দিকের সভাপতিত্বে ও সেক্রেটারি আলী হায়দারের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কার সিদ্দিক। বিকাল ৩ টায় কাদাকাটি মিত্রতেঁতুলিয়া থেকে মোটর সাইকেল শোডাউন শুরু হয়ে হলদেপোতা, খেজুরডাঙ্গা, গাবতলা, কাটাখালী, বৈরমপুর, তেঁতুলিয়া বাজার, টেকারামচন্দ্রপুর, বলাবুনিয়া, শাহনগর…
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি।। বরিশালের গৌরনদীতে সিসিটিভি ক্যামেরা ব্যবসায়ীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে উপজেলার তিনবেলা চাইনিজ রেস্তোরায় বাটাজোর পার্থ কম্পিউটার সিষ্টেম এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় পার্থ কম্পিউটার সিষ্টেমের পরিচালক পার্থ হালদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক ও দৈনিক জনকন্ঠের বরিশালের স্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা। বিশেষ অতিথি ছিলেন হিকভিশন লিমিটেডের বরিশাল ও খুলনা অঞ্চলের এরিয়া ম্যানেজার মমিনুল ইসলাম। প্রশিক্ষণ প্রদান করেন হিকভিশনের প্রশিক্ষক ইঞ্জিনিয়ার সিদ্দিকুর সাগার। কর্মশালায় প্রায় ২০ জন ব্যবসায়ী অংশগ্রহন করেন।
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ।। বরিশালের গৌরনদীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতর্া ডা. শাহতা জারাব সালেহীন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার, গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, পৌর জামাতের আমির মাওলানা হাফিজুর রহমান, প্রেসক্লাবের আহবায়ক জহুরুল ইসলাম, প্যানেল আহবায়ক মো. গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির, সদস্য কাজী আল আমীন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও খাঞ্জাপুর ইউপি চেয়ারম্যান নুর আলম সেরনিয়াবাত, সরিকল…
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি।। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে বরিশালের গৌরনদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছেন। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ গৌরনদী উপজেলার আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলার ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রশাসনের কর্মচারী জিএম আব্দুর রব, মো. মেহেদী হাসান, আব্দুল হালিম, মো. শিপন হাওলাদার প্রমূখ। শেষে উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীমের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
তেরখাদা প্রতিনিধিঃ তেরখাদা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে উপ-সহকারী কৃষি কর্মকর্তা, বিসিআিইসি ও বিএডিসি সার ডিলারদের “সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫” সম্পর্কে এক অবহিতকরণ সভা গত ২৪ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার শিউলি মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আঁখি শেখ। অনুষ্ঠানে অন্যান্যের উপস্থিত ছিলেন এবং বক্তৃতা করেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ সাইদুজ্জামান, উপজেলা প্রাণি সম্পদ অফিসার (ভারপ্রাপ্ত) ডাঃ অমিত রায়, থানার ওসি (তদন্ত) মোঃ কবির আহমেদ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুদ রানা, উপজেলা অতিরিক্ত কৃষি…
তেরখাদা প্রতিনিধিঃ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তেরখাদা এর আয়োজনে ২০২৫-২৬ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রবি মৌসুমে বিনামূল্যে বোরো ধান (উফশী) এর বীজ ও সার এবং বোরো ধান (হাইব্রিড) বীজ বিতরণের উদ্বোধন গত ২৪ নভেম্বর সকাল সাড়ে ১১টার দিকে উপজলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার শিউলি মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আঁখি শেখ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ সাইদুজ্জামান, উপজেলা প্রাণি সম্পদ অফিসার (ভারপ্রাপ্ত) ডাঃ অমিত রায়, থানার ওসি (তদন্ত) মোঃ কবির আহমেদ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার…
মোঃ মনিরুজ্জামান চৌধুরী, কালিয়া, নড়াইল।।নড়াইলের নড়াগাতী থানার বাঐসোনা ইউনিয়নে দুর্বৃত্তের হামলায় ইমদাদ শেখ (৪৫) নামে এক গাছ ব্যবসায়ী নিহত হয়েছে। ২৪ নভেম্বর (সোমবার) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে যোগানীয়া আমতলা এ ঘটনা ঘটে। নিহত ইমদাদ শেখ ডুমুরিয়া গ্রামের সিরাজুল শেখের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, চর ডুমুরিয়া গ্রামের গাছের ব্যপারী সোহাগের সাথে গাছ কেনাবেচা নিয়ে ইমদাদ শেখের সাথে ঝামেলা চলছিল। এ ঘটনাকে কেন্দ্র করে ৭/৮ দিন আগে সোহাগের লোকজনের সাথে ইমদাদের কথা কাটাকাটির হলে তাকে মারধর করে। পরবর্তীতে বিষয়টি মিমাংসার জন্য সোমবার চেয়ারম্যানের অফিসে দুই পক্ষের শালিস হয়। এ সময় দুই পক্ষের সংঘর্ষ বেঁধে গেলে এক পক্ষ দৌড়ে যোগানীয়া বাজারের…
উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫
