- রোকেয়া দিবসে সাতক্ষীরায় ৫ অদম্য নারী পেলেন “শ্রেষ্ঠ অধম্য নারী সম্মাননা”
- সাতক্ষীরায় জেলা আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন
- মহম্মদপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে ৫ জয়িতাকে সংবর্ধনা প্রদান
- আশাশুনিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন
- তেরখাদায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
- কালিয়ায় বেগম রোকেয়া দিবস উদযাপন, উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের বর্ণাঢ্য র্যালি
- কালিয়ায় বেগম রোকেয়া দিবস উদযাপন — উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের বর্ণা
- তেরখাদায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে র্যালি ও শ্রেষ্ঠ অদম্য নারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান
Author: রকুল ইসলাম রনি
মানিক ঘোষ, ঝিনাইদহ ।। ঝিনাইদহের কালীগঞ্জে ওমর আলী শেখ (৫০) নামে এক নসিমন চালককে কুপিয়ে ও শ্বাসরোধে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। শুক্রবার সকালে মোবারকগঞ্জ চিনিকল ফার্মসংলগ্ন সড়কের পাশে একটি ডোবায় তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। নিহত ওমর আলী কালীগঞ্জ উপজেলার বারোবাজার হাটবেলাটপুর গ্রামের ছাত্তার শেখের ছেলে।স্থানীয় ইসমাইল হোসেন জানান, “আমরা একসঙ্গে শ্রমিকের কাজ করতাম। কিছুদিন আগে সে নসিমন কিনে মাছ পরিবহন করত। সকালে তার ফোনে বারবার কল দিয়েও না পেয়ে পরে খবর পাই তাকে হত্যা করা হয়েছে।”কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, “মরদেহ উদ্ধারের সময় তার গলায় ধারালো অস্ত্রের কোপের দাগ ও রশি দিয়ে পেঁচানোর চিহ্ন…
কালিয়া (নড়াইল) প্রতিনিধি।। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-১ (কালিয়া – নড়াগাতী – নড়াইল সদরের একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচের ঘোষণা দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল (অব.) এস এম সাজ্জাদ হোসেন। ২০১৮ সালের নির্বাচনে তিনি বিএনপি থেকে ধানের শীষ প্রতীকের মনোনয়ন পেয়েছিলেন। আগামী নির্বাচনেও তিনি বিএনপির প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছিলেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি তৃণমূল পর্যায়ে বিএনপির নীতিনির্ধারণী নির্দেশনা বাস্তবায়নে সক্রিয় হয়ে পড়েন এবং ধানের শীষের পক্ষে জনসমর্থন আদায়ে মাঠে ছিলেন। কিন্তু সম্প্রতি সম্ভাব্য প্রার্থী তালিকায় নাম না থাকায়, দলীয় নেতাকর্মী এবং সাধারণ ভোটারদের মতামতকে গুরুত্ব দিয়ে তিনি স্বতন্ত্রভাবে নির্বাচন করার ঘোষণা দেন।…
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি সরকারি কলেজে ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় কলেজ হলরুমে একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের অংশগ্রনে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। কলেজ শিবির সভাপতি ওলীউর রহমানের সভাপতিত্বে ও পশ্চিম থানা শাখা সভাপতি ইয়াসিন আরাফাতের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, সাতক্ষীরা-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। প্রধান অতিথি ছিলেন আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম। বিশেষ আলোচক ছিলেন শিবিরের কেন্দ্রীয় এইচআরডি সম্পদক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুর রহিম, সাতক্ষীরা জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মাওঃ রুহুল আমিন, জেলা সেক্রেটারী নাজমুল ইসলাম,…
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।। আশাশুনি উপজেলার বাঁকড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সহকারী আলিম শিক্ষক আবুল হোসেন তার সাথে প্রতারনা করে শিক্ষক তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) আশাশুনি প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও প্রশ্নের জবাবে আবুল হোসেন জানান, আমি সহকারী আলিম শিক্ষক হিসাবে ০১/০৭/১৯৯১ নিয়োগ পাই ও যোগদান করি। সেই থেকে নিয়মিত পাঠদান করে আসছি। কমিটি নিয়োগপত্রে মাসে ২শত টাকা করে দেবে বললেও কোন টাকা দেয়নি। এমনকি আমি শিক্ষক থাকাকালীন দেবরঞ্জন ও নাজমুল হোসেনকে সাধারণ জেনারেল শিক্ষক হিসাবে নিয়োগ দেন। এবং পরবর্তীতে নানা ষড়যন্ত্রেরর অংশ…
বরিশাল অফিস।। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিগত নবম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেছেন-বাংলাদেশি জাতীয়তাবাদের প্রতীক বেগম খালেদা জিয়া ছিলেন তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী। দল-মত নির্বিশেষে দেশের মানুষ শ্রদ্ধা ও ভালোবাসায় তাকে খেতাব দিয়েছেন আপসহীন নেত্রী। তিনি আরও বলেছেন-১৯৮২ সালে রাজনীতিতে যোগ দিয়েই এরশাদবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আপসহীন নেত্রী হিসেবে তার উত্থান হয়েছে। দেশ, জনগণ ও গণতন্ত্রের পক্ষে কথা বলতে গিয়ে তিনি বহুবার কারাবরণ করেছেন। দেশ ও দলের মধ্যে ঘাঁপটি মেরে থাকা ষড়যন্ত্রকারীরা ওয়ান ইলেভেনের সময় বেগম খালেদা জিয়াকে দেশ ছাড়তে চাঁপ প্রয়োগ করলেও তিনি এ দেশের মানুষকে ছেড়ে যাননি। আজ…
সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি।। মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুর বাজার সংলগ্ন আদিবাসী পল্লীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ২দিনব্যাপী ৩৫তম বার্ষিক মতুয়া সম্মেলন ও হরিসভা। বুধবার (৩ ডিসেম্বর) বিকেল ৫টা থেকে শুধু হয়ে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত ১০টা পর্যন্ত চলে এ ধর্মীয় অনুষ্ঠান। হরিচাঁন্দ মন্দির কমিটির সভাপতি শ্রী কানু সরকার এ ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। সম্মেলনকে ঘিরে হরিচাঁন্দ মন্দির প্রাঙ্গণ পরিণত হয় ভক্ত-অনুরাগীদের মিলনমেলায়। বিভিন্ন এলাকা থেকে আসা মতুয়া দল, নারী-পুরুষ ভক্ত ও পূজারীদের উপস্থিতিতে পুরো এলাকা হয়ে ওঠে প্রাণবন্ত। কেউ বলছিলেন, “প্রতিটি সম্মেলন আমাদের ভক্তির শক্তিকে আরও জাগ্রত করে।” আবার কেউ জানালেন, “এই মিলনমেলা আমাদের সামাজিক বন্ধনকে দৃঢ় করে।”…
মোঃ মনিরুজ্জামান চৌধুরী, কালিয়া (নড়াইল)।। নড়াইল জেলার কালিয়া উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিন্নাতুল ইসলামের সঙ্গে সুধিজন, জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের সেবা কার্যক্রমকে আরো স্বচ্ছ, গতিশীল ও জনবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করেন নবাগত ইউএনও।উন্নয়ন ও জনবান্ধব প্রশাসনের প্রতিশ্রুতিসভায় ইউএনও মোঃ জিন্নাতুল ইসলাম বলেন— “উপজেলাকে দুর্নীতিমুক্ত, উন্নয়নমুখী ও সেবামুখী প্রশাসনিক ব্যবস্থার আওতায় আনতে জনপ্রতিনিধি, সাংবাদিক, সুধিজনসহ সকলে একসঙ্গে কাজ করতে হবে। জনগণ যাতে সহজে সরকারি সেবা পায়, সেটিই হবে আমাদের প্রধান লক্ষ্য।” তিনি সরকারি প্রকল্পের সঠিক বাস্তবায়ন,…
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।। আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের গদাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে গদাইপুর খেয়াঘাট পর্যন্ত প্রায় ২০০০ ফিট সংযোগ সড়কের সংস্কার কাজ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কাজের শুভ উদ্বোধন করেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, খাজরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো:সাইফুল ইসলাম (বাচ্চু), ফ্রেন্ডশিপ-নবপল্লব প্রকল্প, শ্যামনগর ও আশাশুনির উপজেলা কো-অর্ডিনেটর দীপঙ্কর সাহা, প্রধান শিক্ষক আবু তাহের হোসেন। এছাড়া প্রকল্পের কমিউনিটি মোবিলাইজেশন অফিসার হরিদাস বর্মন, এটি এম আতাউর রহমান, আব্দুল্লাহ আল মাহমুদ রিয়াজ ও সাংবাদিক বৃন্দসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন। বৃটিশ হাই কমিশন এর আর্থিক…
মো:লিটন শিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি।।গোপালগঞ্জ শহরের পরিচিত ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান মোল্লা হত্যার প্রতিবাদে এবং হত্যাকারী সকল খুনিদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (তারিখ উল্লেখযোগ্য) সকালে গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে নিহত ব্যবসায়ী মিজানুর রহমান মোল্লার শোকাহত পরিবারবর্গের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিহতের স্বজন, ব্যবসায়ী সমাজ, স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন এবং নানা শ্রেণিপেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, একজন নিরীহ ও সুপরিচিত ব্যবসায়ীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কিন্তু এখনো মূল হোতারা গ্রেফতার হয়নি। অবিলম্বে হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দ্রুত বিচার আইনে ফাঁসি কার্যকর করার দাবি জানান তারা। এসময় অংশগ্রহণকারীরা হাতে বিভিন্ন…
বিশেষ প্রতিনিধি।। পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমণিষা বাজারে গভীর রাতে সংঘবদ্ধ ডাকাতি সংঘটিত হয়েছে।৩রা ডিসেম্বর (বুধবার )দিবাগত রাত ২টার দিকে পাঁচটি সোনার দোকান এবং একটি বাড়িতে ডাকাতরা প্রায় ৪০ ভরি স্বর্ণ ও ২০ লাখ টাকার বেশি নগদ লুট করে পালিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, ডাকাতরা প্রথমে বাজারের রতন কর্মকার, তপন কর্মকার, উত্তম কর্মকার, ইউসুফ আলী ও আত্তাব আলীর দোকানে প্রবেশ করে তালা ভেঙে প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা লুট করে। এরপর ডাকাতরা রতন কর্মকারের বাড়িতে ঢুকে তার স্ত্রী ও ছেলে রঞ্জন কর্মকারকে মারধর করে। রঞ্জনের বক্তব্যে, অস্ত্রের মুখে আরও ১০ ভরি স্বর্ণালংকার ও ১৫ লাখ টাকা ছিনিয়ে…
উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫
