- কালিয়ায় বসতবাড়িতে গাঁজা চাষ, যৌথ অভিযানে দুইটি গাঁজা গাছ উদ্ধার
- চাম্পাফুলে রেকর্ডীয় জমি থেকে জোর পূর্বক গাছ কর্তনের অভিযোগ
- আশাশুনির বুধহাটায় দু’টি ফিলিং স্টেশনে মোবাইল কোর্টে ৪০ হাজার টাকা জরিমানা
- কালিয়ার কলাবাড়িয়ায় জমিজমা বিরোধে সৎ ভাইদের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৭
- পাবনার ফরিদপুরে হত্যা ও মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে ও ঘটনার রহস্য উদঘাটন আসামি গ্রেফতার।
- নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ঐতিহ্যের ভিতের ওপর দাঁড়িয়ে ভবিষ্যৎ শিক্ষার চ্যালেঞ্জ ও সম্ভাবনা
- ডর বলাহাটি যুব সমাজের উদ্যোগে ৪র্থ তম ওয়াজ মাহফিল সুশৃঙ্খলভাবে সম্পন্ন
- বড়দল আফতাব উদ্দিন কলেজের স্কুলের প্রতিষ্ঠাতার ২১ তম মৃত্যুবার্ষিকী পালিত
Author: রকুল ইসলাম রনি
তেরখাদা প্রতিনিধিঃ তেরখাদা উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের যৌথ আয়োজনে গণ ভোটের প্রচার প্রচারণা চলছে বিরতিহীন ভাবে। যথাযথ ভাবে গণভোট সম্পর্কিত প্রচার প্রচারণা ব্যাপকভাবে চালানোর জন্যে উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম. সারোয়ার রাব্বী এর নেতৃত্বে উপজেলার সকল দপ্তর, ব্যাংক, স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠান, এনজিও, বাজার কমিটির সদস্যসহ সংশ্লিষ্ট অন্যান্যদের নিয়ে গণভোটের প্রচার প্রচারণার লক্ষ্যে সম্প্রতি এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম. সারোয়ার রাব্বী। সভায় সকল দপ্তরের অফিসারগণ, ব্যাংক ম্যানেজার, এনজিও প্রতিনিধি, ব্যবসায়ী নেতাসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। পরবর্তীতে বিভিন্ন দপ্তরের অফিসারগণ প্রতিদিন গণভোটের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।…
কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি।। কচুয়া সরকারি মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক,কর্মচারীর সঙ্গে মতবিনিময় সভা করলেন জেলা জায়ামাতে ইসলামের যুবনেতা জায়ামাত ইসলামের সংসদ সদস্য পদপ্রার্থী সেখ মনজুরুল হক রাহাত।এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রশান্ত কুমার রায়, সহকারী অধ্যাপক মিলন কান্তি মৈত্র,সহকারী অধ্যাপক অশোক কুমার রায়, প্রভাষক : হান্নান নকীব,প্রভাষক বিমল কান্তি বাড়ই,প্রভাষক অঞ্জন কুমার দাস, জেলা জামায়াতের ওলামা বিভাগের আমির অধ্যক্ষ মাওলানা আলতাব হোসেন, সাধারণ সম্পাদক শিক্ষক ফকির আমিনুল ইসলাম,উপজেলা আমির শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম, সদস্য সচিব মাওলানা শহিদুল ইসলাম, সুপার মাওলানা মোহাম্মদ আলী হোসেন সহ জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাও কর্ম বৃন্দ।
তেরখাদা প্রতিনিধি।। খুলনা-০৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রিয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, দেশনেত্রী ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের গণতন্ত্র ও গণ মানুষের অধিকার রক্ষার প্রতীক। তার আত্মত্যাগ ও সংগ্রাম জাতি চিরদিন স্মরণ রাখবে। তিনি বলেন, বিএনপি কখনই ক্ষমতার রাজনীতি করেনা, উন্নয়ন ও জনকল্যাণকর রাজনীতিতে বিশ্বাসী। বিএনপি ক্ষমতায় থেকে অতীতে দেশে যে সকল উন্নয়ন মূলক কর্মকান্ড করেছে তা আজও মানুষ স্মরণ করে। তিনি বলেন, দেশের যুব সমাজ, কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নই হবে বিএনপির মূল লক্ষ্য। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসলে দেশের যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য ও…
মোঃ মনিরুজ্জামান চৌধুরী, কালিয়া (নড়াইল) থেকে।। কালিয়ার উপজেলার নড়াগাতীর মূলশ্রী গ্রামে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ইয়ং বয়েজ ব্যাডমিন্টন টুর্নামেন্ট, যেখানে অংশগ্রহণ করেছেন এলাকার তরুণ ও যুবকরা। খেলাধূলার মাধ্যমে তারা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার পাশাপাশি আনন্দ উপভোগ করেছেন। “মাদক ছেড়ে মাঠে চল, খেলাধূলায় বাড়ে শক্তি – বাড়ে মনোবল”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজনটি পরিচালনা করেছেন এলাকার প্রিয় মুখ ও মিডিয়া ব্যক্তিত্ব মোঃ মনিরুজ্জামান চৌধুরী এবং মোস্তাক সিকদার। তাদের তত্ত্বাবধানে টুর্নামেন্টটি হয়ে উঠেছে আনন্দময় ও সফল। খেলাধূলা শুধুই জয়ের খেলা নয়। এটি বন্ধুত্ব গড়ার, হাসি-মজা ও আড্ডার একটি সুন্দর মাধ্যম। মাঠে দেখা গেছে প্রাণবন্ত উচ্ছ্বাস, উৎসাহ এবং সুস্থ প্রতিযোগিতার উদাহরণ। ব্যাডমিন্টন একটি সহজলভ্য,…
মো: মনিরুজ্জামান চৌধুরী, কালিয়া (নড়াইল) থেকে।। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় অধ্যাপক (অব.) বি এম নাগিব হোসেন তার নিজ এলাকার স্মৃতিবিজড়িত শৈশবের শিক্ষা প্রতিষ্ঠান সিএমবি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় (বাগুডাঙ্গা) পরিদর্শন করেন। তিনি অত্র এলাকার কৃতি সন্তান ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল – ১ (৯৩) স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন এবং আবেগঘন কণ্ঠে শৈশবের স্মৃতিচারণ করেন। এ সময় তিনি বলেন, “সিএমবি বিদ্যালয় আমার শৈশবের স্মৃতির অমূল্য ধন। এই বিদ্যালয়ে আমি অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছি। এখানকার মাঠ, শ্রেণীকক্ষ, বেঞ্চ, ব্ল্যাকবোর্ড আর সহপাঠীদের হাসি—সবকিছু আজও চোখের সামনে ভাসে।” তিনি আরও…
সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি।। মাগুরার মহম্মদপুরে খুলনা অঞ্চলের সর্ববৃহৎ ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতায় মুগ্ধ হয়েছে মানুষ।এবছরও মেলায় লক্ষাধিক মানুষের ঢল নেমেছেন বলে প্রতক্ষ্যদর্শীরা জানালেন। প্রতি বছরের ন্যায় এবারও ২৮ পৌষ ১২ জানুয়ারি সোমবর উপজেলার বড়রিয়া গ্রামে অনুষ্ঠিত হয়ে গেলো গ্রামবাংলার শত বছরের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা ও পৌষমেলা। মূলত ২৮ পৌষ ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হলেও একসপ্তাহ আগে থেকেই মেলা মিলেছে এবং আরো একসপ্তাহ মেলা চলবে। প্রতিযোগিতা ও পৌষমেলাকে ঘিরে উৎসবে মেতে ওঠে গোটা এলাকার মানুষ। বিস্তৃর্ণ ফসলের মাঠ জুড়ে চলা ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে সকাল থেকে সেখানে আসনে শুরু করেন মানুষ। এক পর্যায়ে তা জনারণ্যে পরিণত হয়। স্থানীয়দের সাথে কথা বলে জানা…
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।। আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে ভিজিডব্লিউ উপকারভোগী নারীদের অংশগ্রহণে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় নাকতাড়া কালীবাড়ি বাজারে ইউপি কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ নিরোধ, মানবপাচার প্রতিরোধ এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ নিশ্চিতকরণ ও গণভোট বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. সাইদুল ইসলাম। ইউপির প্রশাসনিক কর্মকর্তা খায়রুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি সদস্য ইয়াছিন আরাফাত ও শাহনাজ পারভীন।
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।। জামায়াতে ইসলামী দরগাহপুর ইউনিয়ন আমীর প্রফেসর আব্দুল গনির মা ছিরিয়া বেগম (৯৫) এর দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (১২ জানুয়ারী) বাদ জোহর জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়। জানাযা নামাজে বক্তব্য রাখেন জেলা জামায়াত আমীর উপাধ্যাক্ষ শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারি মাওঃ আজিজুর রহমান, উপজেলা আমীর আবু মুসা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওঃ নূরুল আবছার মুরতাজা। জানাযা নামাজে ইমামতি করেন মরহুমার পুত্র প্রফেসর আব্দুল গনি। মরহুমার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন আশাশুনি কালিগঞ্জ আসনের এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার এবং জেলা ও উপজেলা জামায়াত নেতৃবৃন্দ।
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।। আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান আফজাল হোসেন সানাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারী) বেলা ১১.৩০ টায় বড়দল ইউনিয়ন পরিষদের সামনে মেইন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইউনিয়নের শত শত নাগরিকের অংশ গ্রহনে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, তহমিনা রহমান, আয়েশা খাতুন, আবু বক্কর ছিদ্দিক গাজী, জাহাঙ্গীর হোসেন বাবু, ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান, যুব দলের সাবেক সাধারণ সম্পাদক আজগর আলী, অন্ধ আঃ রাজ্জাক গাজী, এস এম আসাদ উদ্দৌলা প্রমুখ। বক্তাগণ বলেন, ইউনিয়ন পরিষদে দায়িত্বপ্রাপ্ত প্রশাসক উপজেলা আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাহ সপ্তাহে ১/২ দিন ১/২ ঘন্টার জন্য পরিষদে আসেন। তাকে…
★ নড়াইল-১ আসনে নির্বাচনী মাঠে দৃঢ় পদচারণা। মোঃ মনিরুজ্জামান চৌধুরী, কালিয়া (নড়াইল)।। নড়াইল-১ (৯৩) আসনের সাধারণ মানুষের প্রত্যাশা ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পক্ষে এক গুরুত্বপূর্ণ বিজয় অর্জিত হয়েছে। স্বতন্ত্র প্রার্থী লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্য দিয়ে তাঁর প্রার্থিতা নিয়ে তৈরি হওয়া সব জটিলতার অবসান ঘটেছে এবং নড়াইল-১ আসনে জনগণের পছন্দের প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে তাঁর পথ সুস্পষ্ট হলো। রবিবার (১১ জানুয়ারি ২০২৬) ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে নড়াইল-১ আসনের মনোনয়ন সংক্রান্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে নির্বাচন কমিশন আইনগতভাবে সকল দিক বিবেচনা করে লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেয়।…
উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫
