- কালিয়ায় বসতবাড়িতে গাঁজা চাষ, যৌথ অভিযানে দুইটি গাঁজা গাছ উদ্ধার
- চাম্পাফুলে রেকর্ডীয় জমি থেকে জোর পূর্বক গাছ কর্তনের অভিযোগ
- আশাশুনির বুধহাটায় দু’টি ফিলিং স্টেশনে মোবাইল কোর্টে ৪০ হাজার টাকা জরিমানা
- কালিয়ার কলাবাড়িয়ায় জমিজমা বিরোধে সৎ ভাইদের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৭
- পাবনার ফরিদপুরে হত্যা ও মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে ও ঘটনার রহস্য উদঘাটন আসামি গ্রেফতার।
- নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ঐতিহ্যের ভিতের ওপর দাঁড়িয়ে ভবিষ্যৎ শিক্ষার চ্যালেঞ্জ ও সম্ভাবনা
- ডর বলাহাটি যুব সমাজের উদ্যোগে ৪র্থ তম ওয়াজ মাহফিল সুশৃঙ্খলভাবে সম্পন্ন
- বড়দল আফতাব উদ্দিন কলেজের স্কুলের প্রতিষ্ঠাতার ২১ তম মৃত্যুবার্ষিকী পালিত
Author: রকুল ইসলাম রনি
কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি।। বাগেরহাটের কচুয়ায় বৃহস্পতিবার আনুমানিক রাত ১০ টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে কতিপয় দুর্বৃত্ত ১ ব্যাক্তিকে পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে পালিয়ে যায়। ভুক্তভোগী ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সাথে যারা জড়িত তারা সংঘবদ্ধ একটি কিশোর গ্যাং এর নেতৃত্ব দিয়ে বিভিন্ন ধরনের অপকর্ম ঘটিয়ে আসছে। এ বিষয়ে কচুয়া থানা পুলিশ আমাদের প্রতিনিধিকে জানান যে, ৫ জনের নাম সহ অজ্ঞাত আরো ৩/৪ জনের নাম উল্লেখ করে কচুয়া থানায় একটি মামলা হয়েছে। ইতিমধ্যে অভিযুক্ত ৩ নং আসামি সৈকত মাঝি(২২) আমরা আটক করেছি । আটক যুবক একই…
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।। আশাশুনি উপজেলার চেউটিয়া হতে খাজরা বাজার রাস্তায় ইট ও খোয়া বিছিয়ে রাখায় জনভোগান্তি চরম আকার ধারণ করেছে। ফলে ৫ গ্রামের মানুষ যানবাহন নিয়ে দূরে থাক, পায়ে হেটেও চলাচল করতে না পারায় জনজীবন বিপর্যস্ত হতে চলেছে। চেউটিয়া বাজার থেকে খাজরা বাজার পর্যন্ত সড়ক নির্মান কাজ শুরু হয়েছে। প্রথমে রাস্তার ইট উঠিয়ে ও পরে মাটির কাজ করে ফেলে রাখা হয় দীর্ঘ সময়। এতে সড়কে চলাচলকারী যানবাহন ও পায়ে হেটে চলা মানুষ কষ্টকর পরিস্থিতিতে পড়ে। সম্প্রতি শুরু হয়েছে ইটখোয়ার কাজ। প্রায় ৫ কিঃমিঃ সড়কে কাজে চরম বেহাল দশার সৃষ্টি হয়েছে। বর্তমানে প্রায় ১ কিঃমিঃ রাস্তার উপর পুরোটাই…
তেরখাদা প্রতিনিধি।। তেরখাদা উপজেলার নেবুদিয়া-মন্ডলগাতী হারেজ উদ্দিন কওমী মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা পরিষদের নবনির্বাচিত সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোঃ মফিজুল ইসলাম (মিলু মিয়া) কে এলাকাবাসীর পক্ষ থেকে গত ৮ জানুয়ারি বিকেল সাড়ে ৪টার দিকে মাদ্রাসা প্রাঙ্গণে গণ সংবর্ধনা প্রদান করা হয়। মাদ্রাসার নবনির্বাচিত সভাপতি মোঃ মফিজুল ইসলাম মিলু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, মাদ্রাসা পরিচালনা পরিষদের উপদেষ্টা মুন্সী মুজিবার রহমান, সাধারণ সম্পাদক মোঃ মোতাহারুজ্জামান নান্নু, সদস্য সচিব মোঃ মুসতাকিন, মোঃ শাহজাহান মাস্টার টুকু মিয়া, মোঃ তোতা মিয়া শেখ, শেখ রুহুল আমিন, মোঃ সাজ্জাদুল ইসলাম, শেখ ইসমাইল হোসেন, হাজী নুরুজ্জামান, মোঃ টুলু লস্কর, নেবুদিয়া…
আন্তর্জাতিক ডেস্ক।। সাম্প্রতিক সময়ে গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে গ্রিনল্যান্ড দখলের হুমকির মুখে ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের সেনাদের জন্য একটি বিশেষ নির্দেশ জারি করেছে, যাকে ‘আগে গুলি, পরে প্রশ্ন’ নীতি হিসেবে বর্ণনা করা হচ্ছে। খবর হিন্দুস্তান টাইমস্’র। স্থানীয় পত্রিকা বার্লিংস্কেকে দেওয়া এক সাক্ষাৎকারে ডেনিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কোনো বিদেশি শক্তি যদি গ্রিনল্যান্ড আক্রমণ বা দখলের চেষ্টা করে, তবে সেনারা সরাসরি কোনো নির্দেশের অপেক্ষা না করেই তৎক্ষণাৎ গুলি চালাতে বা প্রতিরোধ গড়ে তুলতে পারবে। এই কঠোর নির্দেশনার মূলে রয়েছে ১৯৫২ সালের স্নায়ুযুদ্ধকালীন একটি আইন। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনীর অতর্কিত হামলার অভিজ্ঞতা থেকে…
বিশেষ প্রতিনিধি।। সীমানা জটিলতার কারণে আদালতের আদেশে পাবনার দুটি আসনে ভোটের কার্যক্রম আপাতত স্থগিত রাখছে নির্বাচন কমিশন। শুক্রবার (৯ জানুয়ারি) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ অনুযায়ী, আদালত পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত পাবনা-১ সাঁথীয়া-বেড়া ও পাবনা-২ সুজানগর -বেড়া আসনে ভোটের কার্যক্রম আপাতত বন্ধ থাকবে। হাইকোর্টের রায়ের পর পাবনা-১ ও পাবনা-২ আসনে আগের সীমানা পুনর্বহাল করে নির্বাচন কমিশন গত ২৪ ডিসেম্বর যে সংশোধিত বিজ্ঞপ্তি দিয়েছিল, গত ৫ জানুয়ারি আপিল বিভাগ সেই অংশটুকু স্থগিত করে দেয়। এক প্রার্থীর করা আবেদনের শুনানি করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের আদেশে বলা হয়, বাদী লিভ টু…
বরিশাল অফিস।। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার লক্ষ্যে সাত সদস্য বিশিষ্ট বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজেপি) পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠণ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সুকৃতি কুমার মণ্ডলের স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানা গেছে-ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটিতে বীরেন্দ্রনাথ অধিকারীকে আহবায়ক, ভবতোষ মুখার্জি সুবীর ও স্বপন কুমার বেপারীকে যুগ্ম আহবায়ক, আর.কে মণ্ডল রবীনকে সদস্য সচিব, ভোলানাথ দাস, পার্থ প্রতিম দাস ও সঞ্জয় চৌধুরেকে সদস্য নির্বাচিত করা হয়েছে। গঠিত কমিটির নেতৃৃবৃন্দকে দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগীতা করার জন্য বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজেপি) কেন্দ্রীয় সভাপতি সুকৃতি কুমার মণ্ডল সকলকে অনুরোধ জানিয়েছেন। অপরদিকে নবগঠিত…
তেরখাদা প্রতিনিধিঃ বৃহস্পতিবার ৮ জানুয়ারি সকাল ১১টার দিকে সরকারি নর্থ খুলনা কলেজ মিলনায়তনে মেডিকেলে চান্স প্রাপ্ত কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। সরকারি নর্থ খুলনা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবু হেনা মোহাম্মদ মনিরুল হক (মন্টু)’র সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. সারোয়ার রাব্বী। কলেজের প্রভাষক মোঃ রবিউল ইসলাম রাজু’র সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, নর্থ খুলনা কলেজের সহকারী অধ্যাপক সিকদার অহিদুজ্জামান, সহকারী অধ্যাপক জিল্লুর রহমান, সহকারী অধ্যাপক অনিমা রানী বিশ্বাস, সহকারী অধ্যাপক মোঃ শফিকুর রহমান, সহকারী অধ্যাপক সাধন কুমার সাহা, প্রভাষক এস এম শফিউল্লাহ, প্রভাষক উজ্জ্বল বরণ…
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।। আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া শিশু গত ৪ দিন নিখোঁজ হয়ে গেছে। পরিবারের লোকজন অনেক খোজাখুঁজি করেও কোন সন্ধান পায়নি। আশাশুনি মানিকখালী গ্রামের শফিউল আলমের পুত্র আশিকুজ্জামান আলভী আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। সে গত ৫ জানুয়ারী বাড়ি থেকে অভিমান করে সবার অজান্তে উধাও হয়ে যায়। সেই থেকে সকল আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব ও বিভিন্ন স্থানে সন্ধান পেতে খোজাখুঁজি করে আসছেন পরিবারের সদস্যরা। সাতক্ষীরা শহরে কোন কোন হোটেলে তার মত একটি ছেলে কাজের খোজে গিয়েছিল বলে জানতে পারলেও পরিবারের সদস্যরা তার কোন সন্ধান মেলাতে পারেনি। বাড়ি থেকে যাওয়ার সময় জিন্সের প্যান্ট…
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।। বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল আশাশুনি উপজেলা আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। জেলা সভাপতি এস আই আশা ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম রাজ স্বাক্ষরিত এবং দপ্তর সম্পাদক আলমগীর হোসেন প্রেরিত পত্রে জানাগেছে, আশাশুনি উপজেলা কমিটির সভাপতি স. ম. আশিকুজ্জামান (আশাশুনি), সিঃ সহ-সভাপতি জাকির হোসেন (শ্রীউলা), সহ-সভাপতি এসএম শহিদুল ইসলাম (শ্রীউলা), আবু বাশারাত (শোভনালী), রাজু আহম্মেদ (আশাশুনি), ফরিদুল ইসলাম (আশাশুনি), মোঃ মুহাববাজ (শ্রীউলা), মোস্তাফিজুর রহমান (শোভনালী), আয়ুব হোসেন বাবু (আশাশুনি), সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম বাধন (আশাশুনি), সিঃ যুগ্ম-সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম (শ্রীউলা), যুগ্ম-সাধারণ সম্পাদক সুকান্ত কুমার মণ্ডল (খাজরা), জাহিদুল ইসলাম (শোভনালী), এস. এম. মিঠুন (শ্রীউলা),…
মোঃ মনিরুজ্জামান চৌধুরী, কালিয়া (নড়াইল)।।নড়াইলের কালিয়া উপজেলায় প্রান্তিক জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গরু বিতরণ করা হয়েছে। উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ২০২৫–২০২৬ অর্থবছরে “দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প”-এর আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে এসব গরু (বকনা বাছুর) বিতরণ করা হয়। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে ৬০ জন নিবন্ধিত প্রান্তিক জেলের মাঝে গরু প্রদান করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরু পালনের বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিন্নাতুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (সদর) আবু রায়হান, উপজেলা মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাস, প্রাণিসম্পদ কর্মকর্তা…
উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫
