- রোকেয়া দিবসে সাতক্ষীরায় ৫ অদম্য নারী পেলেন “শ্রেষ্ঠ অধম্য নারী সম্মাননা”
- সাতক্ষীরায় জেলা আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন
- মহম্মদপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে ৫ জয়িতাকে সংবর্ধনা প্রদান
- আশাশুনিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন
- তেরখাদায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
- কালিয়ায় বেগম রোকেয়া দিবস উদযাপন, উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের বর্ণাঢ্য র্যালি
- কালিয়ায় বেগম রোকেয়া দিবস উদযাপন — উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের বর্ণা
- তেরখাদায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে র্যালি ও শ্রেষ্ঠ অদম্য নারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান
Author: রকুল ইসলাম রনি
মোঃ আহাদুল্লাহ সানা, সাতক্ষীরা.।। আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আয়োজনে কাজী কামরুজ্জামানের সভাপতিত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে শহরের হোটেল টাইগার প্লাসে দোয়া মাহফিল অনুষ্ঠীত হয়।এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম,শহর বিএনপির সাবেক সদস্য সচীব আল মামুন রাজু, যুগ্ন আহবায়ক মীর তাজুল ইসলাম রিপন,জেলা সেচ্ছাসেবকদলের যুগ্ন আহবায়ক মহসীন , জেলা বি এন পির সাবেক প্রচার সম্পাদক শাহিনুর করিম,জেলা তাতী দলের সাধারন সম্পাদক সাহেব আলী,জেলা মহিলা দলের সাংগাঠনিক সম্পাদক সালেকা হক কেয়া,সাবেক জেলা ছাত্রদলের সাংগাঠনিক সম্পাদক আবু রায়হান,শহর সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক রাজিবুল ইসলাম, সংসদের সদস্য শামীম কোরাইশি লালটু,শেখ মমিনুল ইসলাম কচি,একরামুল ইসলাম লালু,দারুজ্জামান রুবেল,রুবিনা…
মোঃ আহাদুল্লাহ সানা, সাতক্ষীরা প্রতিনিধি।। মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ গ্রেড বাস্তবায়নের দাবিতে সারাদেশের ন্যায় সাতক্ষীরায় অর্ধ দিবস কর্মবিরতি পালন করেছে সরকারী – বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৯ টা হতে বেলা ১২টা পর্যন্ত সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ কর্মবিরতি পালন করেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। সাতক্ষীরা মেডিকেল সম্মুখে কর্মবিরতিতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আব্দুল হালিম, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কামরুল ইসলাম, আব্দুল আলিম, সুব্রত কুমার দাস, মহসিন হোসেন, আব্দুল মালেক, কামরুজ্জামান, সালমা বেগম, তাওয়াব হোসেন, চন্দন মন্ডল, মানিক চন্দ্র মন্ডল, গোলাম হোসেন, জাহাঙ্গীর আলম, আব্দুর রাজ্জাক আরাফাত হোসেন, মারুফ…
সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি।। মহম্মদপুর উপজেলার মুক্তিযোদ্ধার অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা আহাদ মো: রোস্তম আলী শিকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। বুধবার (৩ ডিসেম্বর) মহম্মদপুর সদরের ধুপুড়িয়াস্থ নিজ বাড়িতে ভোর ৫টার দিকে তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। রোস্তম আলী শিকদারের বাড়ি মহম্মদপুর উপজেলা সদরের ধুপুরিয়া গ্রামে। তিনি আওয়ামীগের রাজনীতি ‘র সাথে সম্পৃক্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,৪ ছেলে ও ৪ মেয়ে নাতী-নাতনী,আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।তার মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন। বুধবার আছর বাদ ৪.৩০ মিনিটের সময় মো: রোস্তম আলী শিকদার-কে পূর্বনারায়নপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে…
মোঃ মনিরুজ্জামান চৌধুরী, কালিয়া, নড়াইল।। নড়াইলের নড়াগাতী থানার কলাবাড়ীয়ায় এক গৃহবধূ (২০) ধর্ষণের শিকার হয়েছে। ২ ডিসেম্বর রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নড়াগাতী থানায় ধর্ষণ মামলা হয়েছে। মামলা নং ১। নড়াগাতী থানার ওছি আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে ধর্ষক একই এলাকার মোঃ মামুন শেখর ছেলে মোঃ নাঈম শেখ (২২)। এ ঘটনা ঘটিয়ে পালিয়ে গেলে মোবাইল ট্রাকিং করে খুলনা থেকে আটক করে নড়াগাতী থানা পুলিশ।
অনলাইন ডেস্ক।। ভারতীয় রুপি তার সর্বকালের সবচেয়ে দুর্বল অবস্থায় পৌঁছেছে। মার্কিন ডলারের বিপরীতে এই মুদ্রার মান ইতিহাসে প্রথমবারের মতো ৯০ রুপির সীমা ছাড়িয়ে গেছে। অর্থাৎ, এখন এক ডলার কিনতে ৯০ রুপিরও বেশি অর্থ গুনতে হচ্ছে। রুপির বিনিময়দরে এই ঐতিহাসিক ধস ভারতের শেয়ারবাজার এবং বিনিয়োগকারীদের মধ্যে নতুন উদ্বেগের সৃষ্টি করেছে। খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির। আজ বুধবার (৩ ডিসেম্বর) রুপির দরে রেকর্ড পতন হয়েছে। বাজারে লেনদেনের একপর্যায়ে ভারতীয় এই মুদ্রা ডলারের বিপরীতে ৯০ দশমিক ১৩ রুপি-তে নেমে যায়, যা আগের দিনের সর্বকালের সর্বনিম্ন ৮৯ দশমিক ৯৪৭৫ রুপির রেকর্ড ভেঙে দিয়েছে। দুর্বল বাণিজ্য প্রবাহ, পোর্টফোলিও বিনিয়োগে ধীরগতি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্যচুক্তি নিয়ে…
বিশেষ প্রতিনিধি।। পাবনার ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির অভিযোগে মোঃ মিজান আলী (২৮) নাম এর এক ব্যবসায়ীকে তিন মাসের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৩ ডিসেম্বর) সকালে অষ্টমনীষা ইউনিয়নের শাহানগর পাঁচ পাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। জানা যায়, ওই গ্রামে মোঃ আলমগীর হোসেনের বাড়ি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে নকল দুধ তৈরি করছিলেন মোঃ মিজান আলী। তিনি মেন্দা পশ্চিম পাড়ার মৃত মোঃ গোলাম মোস্তফার ছেলে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর ৫২ ধারায় তাকে ৯০ দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমান আদালত। ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ…
(শৈলকুপা), ঝিনাইদহ প্রতিনিধি।।শৈলকুপায় বিসিআইসি সার ডিলার এসোসিয়েশন’র সভাপতি নোমান পারভেজকে শোকজ করেছে কৃষি অফিস। ডিলারদের কাছ থেকে সরকারী ভর্তুকীর শত শত টন সারের( ডিএপি) হদিস না পাওয়া, তথ্য গোপন করা সহ কৃষকদের কাছে বিতরণ না হওয়ায় প্রান্তিক চাষীদের মাঝে অসন্তোষ, হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়। স্যোশাল মিডিয়া সহ মেইনস্ট্রিম গণমাধ্যমে এসংক্রান্ত খবর প্রকাশ হয়েছে। সেসব ঘটনায় শৈলকুপার ৭নং হাকিমপুর ইউনিয়নের বিসিআইসি সার ডিলার ও এসোসিয়েশনর সভাপতি নোমান পারভেজ মোল্লা কে এই শোকজ বা কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। সূত্র জানিয়েছে, ডিএপি সার নেই ও সংকট চলছে বলে যেসব তথ্য জানিয়েছেন ডিলার নোমান পারভেজ তা সত্য নয় উল্লেখ করে শোকজে…
মানিক ঘোষ, ঝিনাইদহ।। ঝিনাইদহে যুব দক্ষতা উন্নয়ন বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলনে কক্ষে এ কর্মশালার আয়োজন করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)। এতে জেলার সদর, শৈলকুপা ও হরিণাকুন্ডু উপজেলার ৪০ জন স্টেকহোল্ডার অংশ নেয়। কর্মশালায় বক্তারা, আয়বৃদ্ধিমুলক কর্মকাণ্ডের মাধ্যমে জেলার দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এসডিএফ’র কর্মকাণ্ড বিষয়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে জনগোষ্ঠীর সেবা প্রাপ্তিতে সহযোগিতা করার আহবান জানান। অনুষ্ঠানে ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, স্থানীয় সরকারের উপ-পরিচালক রথীন্দ্র নাথ রায়, এসডিএফ’র যশোর অঞ্চলের আঞ্চলিক পরিচালক কামাল বাশার, জেলা ব্যবস্থাপক মাহমুদ হাসানসহ সরকারি বিভিন্ন দপ্তরের…
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর সাংবাদিক সাজ্জাদ হোসেনের বড় ভাইয়ের মৃত্যু
কালিয়া (নড়াইল) প্রতিনিধি।। দৈনিক বাংলাদেশ প্রতিদিন– এর নড়াইল জেলা প্রতিনিধি সাংবাদিক সাজ্জাদ হোসেনের বড় ভাই ইনায়েত হোসেন (৬৬) মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত প্রায় ১০টার দিকে নড়াইল জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে একইদিন সন্ধ্যা ৬টার দিকে নড়াইলের কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের কবরস্থান সংলগ্ন সড়কে দুর্ঘটনার শিকার হন তিনি। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টার পরও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মোঃ আহাদুল্লাহ সানা, সাতক্ষীরা।। বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও নবাগত পুলিশ সুপার মো.আরেফিন জুয়েলকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনটির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ও অন্যান্যরা। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হয় তাকে এই ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার নবনির্বাচিত সহ-সভাপতি খন্দকার কবির হাসান দিপু, সাধারণ সম্পাদক মো.লুৎফর রহমান সৈকত, যুগ্ম সম্পাদক জি এম সাইফুল ইসলাম বাপ্পি, কোষাধ্যক্ষ শেখ আখেরুজ্জামান তাপস, দপ্তর সম্পাদক সঞ্জিব কুমার ব্যানার্জী, সাংগঠনিক সম্পাদক মো.ফজলুল করিম। এছাড়া কার্যকরী সদস্যদের মধ্যে অহিদুজ্জামান শামিম, মো.ফিরোজ রহমান, মো.আরিফ হোসেন জেম,…
উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫
