বটিয়াঘাটা অফিস।। বটিয়াঘাটার সদরে সিলিন্দামারী এলাকায় প্রেমকানন রোড়ে বিষধর সাপের কামড়ে হৃদয় ঢালী (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে ওই এলাকার অজিত ঢালীর পুত্র।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে তার ঠাকুরমার সাথে ঘরের ভিতর ঘুমিয়ে পড়ে। পরবর্তীতে গভীর রাতে হৃদয় তার ঠাকুরমাকে ঘুম থেকে ডাক দিয়ে বলে আমার পায়ের আঙ্গুলে কিসে কামড় দিয়েছে। তখন তার ঠাকুরমা উঠে তার আঙ্গুলে চুন লাগিয় দেয়। কিছুক্ষণের মধ্যে তার শরীর জ্বালা যন্ত্রনা শুরু হলে দ্রুত তাকে উপজেলা হাসপাতালে নিয়ে আসে। পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কিশোরকে প্রেরণ করা হয়। খুমেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version