স্টাফ রিপোর্টার, বরিশাল।। চরের জমি নিয়ে বিরোধের জেরধরে বরিশালের মুলাদী উপজেলার সদর ইউনিয়নের দড়িরচর লক্ষীপুর গ্রামে বাবুল বেপারী (৬৫) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজনে। এ সময় হামলা থামাতে এগিয়ে আসায় আরো দুইজনকে কুপিয়ে গুরুত্বর জখম করা হয়েছে।  

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে মুলাদী থানার ওসি শফিকুল ইসলাম বলেন, হত্যার ঘটনায় শুক্রবার দিবাগত রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ওই গ্রামের বাসিন্দা বাবুল বেপারীর সাথে চরের জমি নিয়ে প্রতিবেশী করিম মল্লিকের দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। এনিয়ে আদালতে তাদের একাধিক দেওয়ানী মামলা চলমান রয়েছে।

সূত্রে আরও জানা গেছে, শুক্রবার বিকেলে স্থানীয় কাঠেরপুল সংলগ্ন এলাকায় বসে উভয়পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। এসময় করিম মল্লিকের নেতৃত্বে ইউসুফ মল্লিক, বেল্লাল সরদার, জুলহাস সরদার, সুলাইমান সরদার, রাজীব শরীফ, নাজমুল  সিকদার, বাপ্পি হাওলাদারসহ তাদের আরো ১৫/২০ জন সহযোগিরা দেশীয় অসে্ত্র সজ্জিত হয়ে বাবুল বেপারীকে এলোপাথারী কোপাতে থাকে। তার (বাবুল) চিৎকারে তাকে রক্ষার জন্য এগিয়ে আসলে হামলাকারীরা আলীম বেপারী ও রেশমা বেগমকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্ত্যব্যরত চিকিৎসক বাবুল বেপারীকে মৃত বলে ঘোষনা করেন। অপর আহত দুইজনকে গুরুত্বর অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version