তেরখাদা প্রতিনিধিঃ মশাবাহিত রোগ ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিষয়ে জনসচেতনতা সৃষ্টি ও মশার উপদ্রব দূরীকরণে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ইখড়ি এলাকায় ডেঙ্গু প্রতিরোধ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন বারাসাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন। নিজ নিজ পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, ডেঙ্গু মুক্ত থাকুন এ প্রতিপাদ্যের উপর ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির উদ্যোগে এক র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম আলমগীর হোসেনের নেতৃত্বে বাড়ি বাড়ি ডেঙ্গু প্রতিরোধে অভিযান পরিচলনা করা হয়। এ সময় বাড়ির আনাচে কানাচে পানি ভর্তি ডাবের খোলা, ফুলের টব, পলিথিন, মাটির তৈরী মালসা ও কলসিভাঙ্গা অপসারণ করা হয়। বাড়ির আশপাশে এসব পাত্রে পানি জমে মশা বাহিত রোগের জীবানু তৈরী হয়। মশা বাহিত রোগের সৃষ্টি না হয় সে লক্ষ্যে সকলকে অধিকতর সচেতন হওয়ার আহবানও জানানো হয়।
অভিযান পরিচালনাকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান, ব্র্যাকের ক্লাইমেট চেইঞ্জ এন্ড হেলথ প্রোগ্রামের অফিসার এমডি আকাশ মাহমুদ হৃদয়, ব্ল্যাক স্বাস্থ্য কর্মসূচির প্রোগ্রাম অফিসার মুক্তা ইসলাম। পরে ব্র্যাকের স্বাস্থ্য কর্মীরা কয়েকটি দলে বিভক্ত হয়ে বাড়ি বাড়ি গিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় বাড়ির লোকদেরকেও সচতন করা হয়। এ অভিযান ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে এলাকায় ব্যাপক সাড়া পড়েছে।