এলিসন সুঙ,মৌলভীবাজার।। শিক্ষার্থীদের খেলাধুলা নৈতিকতা, মূল্যবোধ, ও সততার অভ্যাস গড়তে মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরতলিতে অবস্থিত নটর ডেম স্কুল এন্ড কলেজে সততা স্টোর ও বাস্কেটবল কোর্ট এর শুভ উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর)সকালের দিকে এসময় প্রধান অতিথি হয়ে উপস্থিত থেকে নটর ডেম স্কুল এন্ড কলেজের সততা স্টোর ও বাস্কেটবল কোর্ট এর শুভ উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন প্রমুখ।
এই উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নটর ডেম স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ফাদার প্রশান্ত নিকোলাস ক্রুজ সিএসসি।এ শুভ অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব দিলীপ কুমার বর্ধন, শ্রীমঙ্গল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সহ-সভাপতি জনাব, এ. এন. এম, ওয়াহিদুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রউফ তালুকদার,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সিনিয়র সদস্য মোঃ কাওসার ইকবাল,শ্রীমঙ্গল সরকারী কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ প্রফেসর রফি আহমদ চৌধুরী, নটর ডেম স্কুল এন্ড কলেজের ছাত্রপরিচালক ফাদার বিকাশ কুজুর সিএসসি।
এসময় বক্তব্যে অতিথিরা বলেন, শিক্ষার্থীরা হলো আগামী দিনের ভবিষ্যৎ। এই সততা ও মূল্যবোধ গুণাবলী অর্জন করে আগামীর নেতৃত্ব দেবে। সততা স্টোর শিক্ষার্থীদের আত্মনিয়ন্ত্রণ, দায়িত্বশীলতা ও সৎ থাকার অভ্যাস গড়ে তুলবে। সততা স্টোর শুধু কেনাবেচা নয়, এটি শিক্ষার্থীদের চরিত্র গঠনের একটি পন্থা । এখান থেকে তারা বুঝতে পারবে সততাই জীবনের সবচেয়ে বড় সম্পদ। এটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি ভিন্নধর্মী উদ্যোগ, যা শিক্ষার্থীদের চারিত্রিক উৎকর্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।দেশে সমাজে দুর্নীতি রোধ করতে হলে নতুন প্রজন্মকে সততার পথে উদ্বুদ্ধ করতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ অতিথিদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।