রাঙা প্রভাত ডেস্ক।। অ্যাপল প্রতি বছর নতুন আইফোন নিয়ে আসে, তবে এবারের আইফোন ১৭ সিরিজকে প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় আপগ্রেড হিসেবে উল্লেখ করেছেন প্রধান নির্বাহী টিম কুক। নতুন এই সিরিজে এসেছে ভিন্নধর্মী ডিজাইন, উন্নত ক্যামেরা এবং আরও দ্রুত প্রসেসরের সুবিধা।
রাজধানীর বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, টোকিও স্কয়ার ও শাহ আলী প্লাজার মতো বাজারগুলোতে ইতোমধ্যে আইফোন ১৭ পাওয়া যাচ্ছে। দাম তুলনামূলক বেশি হলেও ক্রেতাদের আগ্রহ চোখে পড়ার মতো।
বর্তমান বাজারদর অনুযায়ী-
আইফোন ১৭ (২৫৬ জিবি) : ১ লাখ ৩০ হাজার- ১ লাখ ৪০ হাজার টাকা। আইফোন ১৭ প্রো : ১ লাখ ৭০ হাজার – ১ লাখ ৮০ হাজার টাকা। আইফোন ১৭ প্রো ম্যাক্স : ২ লাখ টাকার ওপরে
তবে ধারণা করা হচ্ছে, সরবরাহ বাড়লে দাম ১০-৩০ হাজার টাকা পর্যন্ত কমতে পারে।
বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ না হলেও গ্রে মার্কেটে আইফোন ১৭-এর চাহিদা প্রমাণ করছে- এখানে অ্যাপলের প্রভাব দিন দিন আরও শক্তিশালী হচ্ছে। তবে ভোক্তাদের সঠিক সিদ্ধান্ত নিয়ে কেনার পরামর্শ দিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।