* তাবলীগের জোড় আমাদের সমাজে আত্মশুদ্ধি, সহনশীলতা ও ঐক্যের বার্তা দেয়।
তেরখাদা প্রতিনিধিঃ বিএনপির কেন্দ্রিয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, ঐক্য, শান্তি ও আত্মশুদ্ধির অপর নাম তবলীগ। তিনি বলেন, তাবলীগের মূল উদ্দেশ্য হলো মানুষকে আল্লাহর পথে ফেরানো এবং পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব, শান্তি ও নৈতিকতার বন্ধন গড়ে তোলা। তিনি বলেন, তাবলীগের জোড় আমাদের সমাজে আত্মশুদ্ধি, সহনশীলতা ও ঐক্যের বার্তা দেয়। তিনি বলেন, রাজনীতি, সমাজ কিংবা ধর্ম যে ক্ষেত্রেই হোক মানবতার জয়ই গুরুত্বপূর্ণ। তাবলীগের দাওয়াত ও আমল যদি আমাদের জীবনে বাস্তবায়িত হয় তাহলে সমাজে ন্যায়, শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠিত হবে। তিনি দেশ, জাতি ও মানবতার কল্যাণে দোয়া করার জন্য সকলের প্রতি আহবান জানান। বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল গত ২২ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে তেরখাদা উপজেলার কেন্দ্রিয় তাবলীগ মসজিদে ৬ইউনিয়ন ব্যাপী তাবলীগী জোড়ে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা জেলা বিএনপির সদস্য আব্দুস সালাম মল্লিক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, সাবেক সদস্য সচিব এফ এম হাবিবর রহমান, বিএনপি নেতা মোল্যা মাহবুবুর রহমান, মোঃ সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক, মোঃ বিল্লাল হোসেন, শেখ আজিজুর রহমান আজিবার, মোঃ ফেরদৌস মেম্বার, এস কে নাসির আহমেদ, মোঃ পলাশ শেখ (মেম্বার), মোঃ লিটন, মোঃ সাইফুল ইসলাম মোড়ল, খান গিয়াস উদ্দিন, মাওলানা মোঃ হাবিবুর রহমান, মোঃ বোরহান উদ্দিন আহমেদ, শেখ রাজু আহমেদ, মোঃ সোহাগ মুন্সী, মোঃ জামাল বিশ্বাস, মোঃ সাবু মোল্যা, মোঃ আলমগীর শেখ, হাফেজ মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি মোঃ আব্দুল লতিফ মোলা। পরে কেন্দ্রিয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল তেরখাদার কাচিকাটা গ্রামে মহিলা দল আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতা করেন। এ সময় তিনি মহিলাদের সুসংগঠিত করতে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।