আজিজুল হক

সূর্যোদয়ের সময় নামাজ পড়া নিষিদ্ধ, এবং এই সময়কালে কোনো ফরজ বা নফল নামাজ আদায় করা যায় না। সূর্যোদয়ের পর প্রায় ১০-১৫ মিনিট পর্যন্ত এই নিষিদ্ধ সময় থাকে। যদি কেউ এই নিষিদ্ধ সময়ে ফজরের নামাজ পড়ে, তাহলে সেটি পুনরায় আদায় করতে হবে।

নিষিদ্ধ সময়ের কারণ
রাসুল (সা.)-এর নিষেধাজ্ঞা: হাদিসে এই তিন সময়ে নামাজ পড়া নিষেধ করা হয়েছে।

সূর্যের আলো ও রং: সূর্যোদয়ের সময় সূর্য যখন হলুদ রং ধারণ করে এবং আলো ছড়াতে থাকে, তখন নামাজ পড়া নিষিদ্ধ থাকে।

করণীয়
ফজরের নামাজ: যদি কেউ ঘুম থেকে উঠে দেখে যে সূর্যোদয় শুরু হয়ে গেছে, তাহলে তাকে অবশ্যই ফজরের নামাজ পুনরায় পড়তে হবে।

সময়কাল: সূর্যোদয় শুরু হওয়ার পর থেকে ১৫-২০ মিনিট পর্যন্ত নামাজ পড়া নিষেধ।

অন্যান্য নফল নামাজ: এই নিষিদ্ধ সময়ে সাধারণ নফল নামাজ আদায় করাও নিষেধ।

অতএব, সূর্যোদয়ের সময় কোনো নামাজ পড়া যাবে না এবং যদি ভুলবশত পড়েও ফেলেন, তাহলে তা আদায় করতে হবে

Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version