মনিরামপুর (যশোর) প্রতিনিধি।। যশোরের মনিরামপুর উপজেলায় শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২ টা ২৭ মিনিটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.৫। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মনিরামপুরেই। স্বল্পমাত্রার হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। তবে হঠাৎ কম্পনে স্থানীয়দের মধ্যে মুহূর্তিক আতঙ্ক ছড়িয়ে পড়ে। মনিরামপুরের পার্শ্ববর্তী সাতক্ষীরার পাটকেলঘাটা উপজেলার বাসিন্দা এবং শিশু নিলয় ফাউন্ডেশনের ফিনান্স অফিসার বায়জিদ হোসেন তার অভিজ্ঞতা শেয়ার করে বলেন, আমি ওই সময় অফিসে ছিলাম। হঠাৎ অফিসের চেয়ারে বসে থাকা অবস্থায় মনে হলো পড়ে যাচ্ছি। ফ্যানের দিকে তাকালাম দুলছে কিনা বুঝতে। প্রথমে ভেবেছিলাম মাথা ঘুরছে, পরে বুঝলাম ভূমিকম্প হয়েছে। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে এটি বাংলাদেশে অনুভূত হওয়া তৃতীয় ভূমিকম্প। ১৪ সেপ্টেম্বর, ভারতের আসাম রাজ্যে ৫.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়, যার প্রভাব বাংলাদেশের উত্তরাঞ্চলেও টের পাওয়া যায়। ২১ সেপ্টেম্বর, সিলেট বিভাগের সুনামগঞ্জের ছাতকে ৪ মাত্রার ভূমিকম্প হয়।

 

Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version