মনিরামপুর (যশোর) প্রতিনিধি।।  মনিরামপুর ও অভয়নগরের সীমান্তবর্তী ৯৬ গ্রামে প্রাণকেন্দ্র খ্যাত মশিয়াহাটীতে শুরু হলো ১০২তম শারদীয় দূর্গোৎসব। রবিবার মহাষষ্ঠী পূজার মাধ্যমে মশিয়াহাটী আঞ্চলিক দুর্গাপুজা উদ্যাপন কমিটির আয়োজনে ১৪ গ্রামের একমাত্র পূজা শুরু হয়েছে মশিয়াহাটী দুর্গামন্দিরে। ভবদহের জলাবদ্ধতার কারণে উৎসব কিছুটা ¤øান হলেও ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা অব্যাহত রয়েছে। পুজোয় মেলা বসেছে, মন্দির চত্বরে আয়োজন করা হয়েছে তিনদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। মশিয়াহাটী আঞ্চলিক দুর্গাপুজা উদ্যাপন কমিটির সম্পাদক কাজল বৈরাগী জানান, সপ্তমীতে সীমানা সাংস্কৃতিক সংগঠন, অষ্টমীতে মশিয়াহাটী থিয়েটার ও নবমীতে মশিয়াহাটী সাংস্কৃতিক পরিষদের অনুষ্ঠানমালা থাকবে। এছাড়া একাদশী ও দ্বাদশীতে দুইদিন থাকবে যাত্রাপালা। এদিকে মহাষষ্ঠীতে মশিয়াহাটী এলাকার শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন পোড়াডাঙ্গা আরসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কুলটিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ। কুলটিয়া মোড়ে তার আয়োজনে অসহায় মানুষের মাঝে বস্ত্রবিরতণ করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মণিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিন্টু। এছাড়া আরও উপস্থিত ছিলেন কুলটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও বাগডাঙ্গা দহাকুলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হামিদুল ইসলাম, মশিয়াহাটী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মনিশান্ত মন্ডল, অবসরপ্রাপ্ত শিক্ষক আশুতোষ বৈরাগী, মুক্তিযোদ্ধা নারায়ন বৈরাগীসহ থানা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version