রাঙা প্রভাত ডেস্ক।। দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটি শেষে রাজধানী ধীরে ধীরে ফিরছে স্বাভাবিক ছন্দে। কর্মস্থলে যোগ দিতে গ্রাম থেকে ফিরছেন বিপুল সংখ্যক মানুষ। ফলে রাজধানীর প্রবেশমুখগুলোতে যাত্রীদের ভিড় দেখা গেলেও, প্রধান সড়কগুলোতে তেমন যানজট দেখা যায়নি।

শনিবার (৪ অক্টোবর) সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশন, সায়দাবাদ, যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভার, গুলিস্তান, জিরো পয়েন্ট, পল্টন ও কাকরাইল এলাকায় এমন চিত্র দেখা গেছে।
বেসরকারি ব্যাংকের কর্মকর্তা কিশোর অধিকারী, রংপুর থেকে ট্রেনে ঢাকায় ফিরেছেন। তিনি বলেন, বছরে একটি ঈদ আর পূজায়ই বাড়ি যাওয়া হয়। পূজার সময় আত্মীয়-স্বজন সবাই বাড়িতে আসে। গত মঙ্গলবার অফিস শেষে বাড়ি গিয়েছিলাম। আগামীকাল অফিস, তাই আজ ফিরেছি। যাওয়া-আসায় তেমন কষ্ট হয়নি, আনন্দের মধ্যেই পূজা উদযাপন করেছি।
Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version