জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।। আশাশুনিতে প্রতিবন্ধী শিশু ও যুবদের অংশগ্রহণে পুনর্বাসন স্ক্রিনিং ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকালে আশাশুনি সদর ইউনিয়নে পরিষদে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়। লিলেয়ানা ফন্ডস, নেদারল্যান্ডসের অর্থায়নে, সেন্টার ফর ডিজেবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এর সহযোগিতায় এবং স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিয়াল এর আয়োজনে দিনব্যাপী ক্যাম্পে ৫০ জন রোগি দেখা হয়। আশাশুনি সদর ইউনিয়নে আরও ৩টি ক্যাম্প পরিচালনা করা হবে এবং আশাশুনি সদর, শোভনালী ও বুধহাটা ইউনিয়নে মোট ১২ টি ক্যাম্পে ৬০০ রোগি দেখা হবে। জাতীয় প্রতিবন্ধী ও সাহায্য কেন্দ্র সাতক্ষীরার কনসালট্যান্ট (ফিজিওথেরাপি) ডা. এস এম হাবিবুর রহমান প্রতিবন্ধী শিশু ও যুবদের শারীরিক ও মানসিক অবস্থা মূল্যায়ন করে উপযুক্ত পুনর্বাসন ও চিকিৎসা প্রদান করেন। স্ক্রিনিং ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, সাংবাদিক গোপাল কুমার মন্ডল, জি এম মুজিবুর রহমান, এনজিও কর্মী সুব্রত বাছাড় প্রমুখ। সুব্রত বাছাড় তার বক্তব্যে বলেন, ক্যাম্পের মাধ্যমে উপজেলার দুইশত প্রতিবন্ধী ব্যক্তিদের সঠিক চিকিৎসা, থেরাপি ও সমাজে অন্তর্ভুক্তির লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
সংবাদ শিরোনাম
- গৌরনদীতে প্রাক-বড়দিন ও কীর্তন প্রতিযোগিতা
- কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বড়দলে এমপি প্রার্থী রবিউল বাশারের গণসংযোগ, মহিলা সমাবেশ ও মতবিনিময়
- কালিয়া বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মোল্লাকে গার্ড অব অনার প্রদান
- নড়াইল-১ আসনে পরিবর্তন ও ন্যায়ের প্রত্যয়ে পূর্ব সমাবেশে নেতৃবৃন্দের আহ্বান
- কচুয়ায় বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় কোরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মহম্মদপুরে ঘোপ বাঁওড়ে অতিথি পাখির আগমনে অপার সৌন্দর্যের মেলা
- আশাশুনিতে ওলামা সমাবেশ অনুষ্ঠিত
রবিবার, ডিসেম্বর ৭ ২০২৫


