জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)।।  আশাশুনিতে প্রতিবন্ধী শিশু ও যুবদের অংশগ্রহণে পুনর্বাসন স্ক্রিনিং ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকালে আশাশুনি সদর ইউনিয়নে পরিষদে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়।  লিলেয়ানা ফন্ডস, নেদারল্যান্ডসের অর্থায়নে, সেন্টার ফর ডিজেবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এর সহযোগিতায় এবং স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিয়াল এর আয়োজনে দিনব্যাপী ক্যাম্পে ৫০ জন রোগি দেখা হয়। আশাশুনি সদর ইউনিয়নে আরও ৩টি ক্যাম্প পরিচালনা করা হবে এবং আশাশুনি সদর, শোভনালী ও বুধহাটা ইউনিয়নে মোট ১২ টি ক্যাম্পে ৬০০ রোগি দেখা হবে। জাতীয় প্রতিবন্ধী ও সাহায্য কেন্দ্র সাতক্ষীরার কনসালট্যান্ট (ফিজিওথেরাপি) ডা. এস এম হাবিবুর রহমান প্রতিবন্ধী শিশু ও যুবদের শারীরিক ও মানসিক অবস্থা মূল্যায়ন করে উপযুক্ত পুনর্বাসন ও চিকিৎসা প্রদান করেন। স্ক্রিনিং ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম,  সাংবাদিক গোপাল কুমার মন্ডল, জি এম মুজিবুর রহমান, এনজিও কর্মী সুব্রত বাছাড় প্রমুখ। সুব্রত বাছাড় তার বক্তব্যে বলেন, ক্যাম্পের মাধ্যমে উপজেলার দুইশত প্রতিবন্ধী ব্যক্তিদের সঠিক চিকিৎসা, থেরাপি ও সমাজে অন্তর্ভুক্তির লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version