রাঙা প্রভাত ডেস্ক।। এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে বাজে ব্যাটিংয়ের কারণে ফাইনালের আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে। এরপর দ্বিপাক্ষিক সিরিজে আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল টাইগাররা। টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ তাদের ধবলধোলাই করলেও, ওয়ানডেতে উল্টো চিত্র দেখেছে মেহেদী হাসান মিরাজের দল।

বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় দুবাই থেকে দেশে ফিরতেই দর্শকদের তীব্র ক্ষোভের মুখে পড়েন জাতীয় দলের ক্রিকেটাররা। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ দিয়ে বের হওয়ার সময় কেউ শুনেছেন দুয়ো, কেউ–বা পরিবারের সামনে হেনস্তার শিকার হয়েছেন। নাঈম শেখ-তাওহীদ হৃদয়দের দেখে দর্শকরা যেন মেজাজ ঠিক রাখতে পারেননি। তাদের গাড়ির পেছনে দর্শকরা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন।

অতীতে দেশের ক্রিকেটারদের কখনো এমন অবস্থায় পড়তে হয়নি বিমানবন্দরে। তবে দর্শকদের ধৈর্যের বাঁধ যেন ভেঙে দিয়েছেন ক্রিকেটাররাই। প্রতিটি ম্যাচেই বাজে ব্যাটিং যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তবুও এই ঘটনায় মনক্ষুণ্ন হয়েছে নাঈম শেখের। পরে এই বাঁহাতি ব্যাটার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি আবেগঘন বার্তা দিয়েছেন।

নাঈম শেখ লিখেছেন, ‘আমরা যারা মাঠে নামি, আমরা শুধু খেলি না। আমরা দেশের নামটা বুকে নিয়ে নামি। লাল-সবুজ পতাকাটা শুধু শরীরে নয়, রক্তে মিশে থাকে। প্রতিটা বল, প্রতিটা রান, প্রতিটা শ্বাসে চেষ্টা করি সেই পতাকাটাকে গর্বিত করতে। হ্যাঁ, কখনো পারি, কখনো পারি না। জয় আসে, পরাজয়ও আসে, এটাই খেলাধুলার বাস্তবতা। জানি, আমরা যখন হেরে যাই, তখন আপনাদের কষ্ট হয়, রাগ হয়। কারণ আপনারাও এই দেশটাকে আমাদের মতোই ভালোবাসেন।’

কিন্তু আজ যেভাবে আমাদের প্রতি ঘৃণা, গাড়িতে আক্রমণ করা হয়েছে, তা সত্যিই কষ্ট দেয়। আমরা মানুষ, ভুল করি, কিন্তু কখনও দেশের প্রতি ভালোবাসা-চেষ্টার ঘাটতি রাখি না। প্রতিটা মুহূর্তে চেষ্টা করি দেশের জন্য, মানুষের জন্য, আপনাদের মুখে হাসি ফোটাতে।’

Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version