রূপসা (খুলনা) প্রতিনিধি।। রূপসা উপজেলার আইচগাতী দেয়াড়া বটতলা এলাকায় দুর্বৃত্তদের ছুরিঘাতে ইউনুস সরদার সাগর (৩২)পিতা আব্দুর রব সরদার ও একই এলাকার শাহিন শেখ (২৮) পিতা আব্দুল মান্নান শেখ নামে দুজন যুবক আহত হয়েছে।গত সোমবার (২০ অক্টোবর) সন্ধায় এ ঘটনা ঘটে।স্থানীয় ও আহতদের পারিবারিক সুত্রে জানা যায়,স্থানীয় ব্যবসায়ী সাগর ব্যবসায়িক কাজ শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা তার গতিরোধ করে তাকে এলোপাথাড়ি কুপিয়ে ৩ লাখ টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়।
এ সময় প্রতিবেশী বাকপ্রতিবন্ধী যুবক শাহীন ঘটনাটি দেখে এগিয়ে আসে এবং বাধা দেওয়ার চেষ্টা করে। এতে ক্ষিপ্ত হয়ে দুর্বৃত্তরা তাকে ও ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করে গুরুতরভাবে আহত করে পালিয়ে যায়।পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় সাগর ও শাহীনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান। ,