লাইফস্টাইল

♦ ১ মিনিট সময় নিয়ে পড়ে নিন-হঠাৎ কেউ স্ট্রো’ক করলে আপনার করণীয়।
♦ প্রথম কাজ হবে ওই ব্যক্তির বিশ্রামের ব্যবস্থা করা।
♦ রো’গীকে নড়াচড়া করা যাবে না। কারণ, ম’স্তিষ্কে র’ক্তক্ষরণ বি’স্ফোরিত হতে পারে।
♦ যদি আ’ক্রান্ত ব্যক্তির মুখ বি’কৃত হয় তাহলে তার কানে ম্যাসেজ করতে হবে। এমনভাবে ম্যাসেজ করতে হবে যাতে রো’গীর কান লাল হয়ে যায়। লাল হলে বুঝতে হবে কানে র’ক্ত পৌঁছেছে।
♦ এরপর দুই কান থেকে দুই ফোঁটা র’ক্ত পড়ার জন্য কানের নরম অংশে সু’চ ফুটাতে হবে। কয়েক মিনিট পর দেখবেন মুখ আর বি’কৃত হবে না।
♦ সবাইকে জানাবেন।হয়তো আপনার জানানো টাই পৃথিবীতে আরেকটা মানুষকে বাঁ’চিয়ে তুলতে পারে।
♦ এরপর অবশ্যই নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে বা হসপিটালে বা কোনো নিকটবর্তী ডাক্তারের কাছে অবশ্যই নিয়ে যাবেন। তথ্য সংগ্রহঃ শাহজাহান সরকার 

Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version