রাঙা প্রভাত ডেস্ক।। আতলেতিকো মাদ্রিদের জালে একের পর এক বল জড়াচ্ছে আর্সেনাল আর সাইড লাইনে দাঁড়িয়ে অসহায়ের মতো তা দেখছেন ডিয়েগো সিমিওনে। ভীষণ হতাশার এক রাত গেলো অ্যাতলেতিকো কোচের। যে ম্যাচে প্রায় এক ঘণ্টা কোনো গোল হয়নি, সেই ম্যাচে হুট করে যেন ঝড় উঠলো। ঘরের মাঠ লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে ১৩ মিনিটের ব্যবধানে আতলেতিকোকে ৪ গোল দিলো আর্সেনাল। অথচ আতলেতিকা প্রথম ৫০ মিনিট আর্সেনালের সঙ্গে দারুণ লড়াই করেছে। এমনকি ৪৮ মিনিটে হুলিয়ান আলভারেজের দূরপাল্লায় বুলেট গতির শট ক্রসবারে বাধা না পেলে স্প্যানিশ ক্লাবটিই এগিয়ে যেতে পারত। কিন্তু এর কিছুক্ষণ পরেই বদলে যায় দৃশ্যপট ৫৭ মিনিটে প্রথম গোলটা করেন গাব্রিয়েল মাগালিয়ায়েস। ৬৪ মিনিটে দ্বিতীয় গোলটা আসে আরেক ব্রাজিলিয়ান গাব্রিয়েল মার্তিনেল্লির সৌজন্যে। দুই গোলে পিছিয়ে পড়ে যেন মানসিকভাবে ভেঙে পড়ে আতলেতিকো। আর এই সুযোগে ৬৭ ও ৭০ মিনিটে জোড়া গোল করেন আর্সেনালের সুইডিশ স্ট্রাইকার ভিক্টর ইয়োকেরেস। শেষ পর্যন্ত ৪-০ গোলের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে গানাররা।

Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version