সাতক্ষীরা প্রতিনিধি।। “খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় মাদক বিরোধী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ২টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যালয়ের আয়োজনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
ক্রিকেট টুর্নামেন্টে ডিএনসি সাতক্ষীরা ক্রিকেট একাডেমিকে পরাজিত করে শ্যামনগর উপজেলা ক্রিকেট একাডেমি চ্যাম্পিয়ন হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের উপপরিচালক মিজানুর রহমান শরীফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন খুলনা বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ আহসানুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মো. কামরুজ্জামান।
এসময় আরও উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. লাইকুজ্জামান, হিসাবরক্ষক মো. হাবিবুল্লাহ, মো. সাইফুল ইসলাম সুমনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
ধারাভাষ্যকার হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিনের অন্যতম সংগঠক মোঃআহাদুল্লাহ সানা ও মোঃ ইকবাল হোসেন।
মাদক বিরোধী গণসচেতনতা সৃষ্টিতে আয়োজিত এ ক্রিকেট টুর্নামেন্টে সাতক্ষীরা জেলার উপজেলাভিত্তিক ৮টি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্ট শেষে বিজয়ী ও রানার্সআপ দলকে ট্রফি ও পুরস্কার প্রদান করা হয়।


