কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি।। কচুয়ায় টেংরাখালী হোসাইনিয়া আলীম মাদ্রাসার ম্যানেজিং কমিটি নির্বাচনে কারচুপির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী প্রার্থীরা।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ১ টায় কচুয়া প্রেসক্লাব সম্মেলন কক্ষে প্রার্থীদের পক্ষে মো: সোয়াইব আকন লিখিত বক্তব্য পাঠ করেন।
তিনি বলেন, আমাদের প্রতিষ্ঠান টেংরাখালী হোসাইনিয়া আলীম মাদ্রাসায় সংঘটিত অনিয়ম,কারচুপি ও নির্বাচন প্রক্রিয়ায় নানা অনিয়ম ও অস্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। গত ২৯/১০/২০২৫ ইং তারিখ নির্বাচনের দিন সকাল থেকে একদল প্রভাবশালী ব্যক্তি ভোটকেন্দ্রে অবৈধ হস্তক্ষেপ, ভয় ভীতি প্রদর্শন এবং এজেন্টদের বাঁধা দেওয়া শুরু করেন। অনেক অভিভাবক ভোট দিতে এসে বিভিন্ন অজুহাতে কেন্দ্রে প্রবেশে বাঁধাপ্রাপ্ত হন। এমনকি ভোট প্রদানের সময়েও নির্বাচন পরিচালনা উপকমিটি যথাযথ স্বচচ্ছাতা বজায় রাখতে ব্যার্থ হয়েছে। এমনকি ভোটের আগে কিছু ব্যালট পুরণ করে বাক্সে রাখা হয়েছে। তালিকায় ক শাখায় নাম থাকা সত্ত্বেও খ শাখায় ভোট প্রদান করেছেন।
এমনকি এদিন অনেকে ভোট দিতে পারেনি। একজন শিক্ষক প্রতিনিধি প্রার্থীতা প্রত্যাহার করা সত্তেও তিনি নির্বাচনের দিন কিভাবে নির্বাচনে অংশগ্রহন করেন। গণনার সময় কোনো নিরপেক্ষ পর্যবেক্ষক উপস্থিত থাকতে দেওয়া হয়নি। আমরা এই নির্বাচনের ফলাফল গ্রহণ করছি না,আমরা ঘৃণা ভরে এটি প্রত্যাখান করছি। প্রার্থীরা দাবি করেন নিরপেক্ষ নির্বাচনের জন্য উপকমিটির মাধ্যমে তদন্তপুর্বক পুনঃনির্বাচনের ব্যবস্থা করতে হবে। ভবিষ্যতে এমন অনিয়ম যাতে না ঘটে,তার জন্য কঠোর পর্যবেক্ষণ ব্যবস্থার নিশ্চয়তা দিতে হবে। অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এদিন সংবাদ সম্মেলনে প্রার্থীরা ও শিক্ষার্থী গার্ডিয়ানগন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Share.

উপদেষ্টাঃ আলহাজ সিরাজ আহমেদ
প্রকাশক ও সম্পাদকঃ রফিকুল ইসলাম রনি
প্রধান সম্পাদকঃ ইব্রাহিম রুবেল
বার্তা সম্পাদকঃ আব্দুল বারী
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
যোগাযোগঃ
৬/সি, আনেমা ভিস্তা (৭ম ফ্লোর), ৩০ তোপখানা রোড, ঢাকা ১০০০।
মোবাইলঃ ০১৮২৪২৪১০২৩, ০১৭১৯২৬৪০৪৫

Exit mobile version